এক্সপ্লোর
Advertisement
বন্ধুদের সঙ্গে বেড়িয়ে মহিলা ‘রাত করে বাড়ি ফেরা’য় বচসা, গুলি করে খুনের চেষ্টা! গ্রেফতার স্বামী
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান আসমা আলি নামে ওই মহিলা। বাড়ি ফিরতে ফিরতে রাত ১২ টা বেজে যায়। মহিলার দাবি, রাতে বাড়ি ফেরার পর স্বামী ওয়াহিদ আলির সঙ্গে একপ্রস্থ ঝামেলা হয় তাঁর।
কলকাতা: তপসিয়ায় দাম্পত্য অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা স্বামীর। কোনওক্রমে পালিয়ে বাঁচেন বধূ। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র।
বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন, রাত করে বাড়ি ফিরেছিলেন স্ত্রী। এই নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা, অশান্তি হয় স্বামীর। তার জেরে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। কোনওক্রমে পালিয়ে বাঁচেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে কলকাতার তপসিয়া এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান আসমা আলি নামে ওই মহিলা। বাড়ি ফিরতে ফিরতে রাত ১২ টা বেজে যায়। মহিলার দাবি, রাতে বাড়ি ফেরার পর স্বামী ওয়াহিদ আলির সঙ্গে একপ্রস্থ ঝামেলা হয় তাঁর। অভিযোগ, বচসা চলাকালীন স্বামী ঘর থেকে পিস্তল এনে স্ত্রীর দিকে তাক করে। কোনওক্রমে পালিয়ে বাঁচেন স্ত্রী। সোজা চলে যান তিলজলা থানায়। পুলিশ সূত্রে খবর, বাড়ির শৌচাগারের জলের ট্যাঙ্কের পাশ থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল, একটি রিভলবার ও দশ রাউন্ড গুলি।
ঘটনার পিছনে বিবাহ বহির্ভূত কারণ না কি অন্য কিছু আছে, খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত স্বামী ওয়াহিদ আলিকে গ্রেফতার করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement