এক্সপ্লোর
Advertisement
গোরক্ষপুর হাসপাতালে শিশুমৃত্যু: ক্ষমা চাইছি! ট্যুইট পরেশ রাওয়ালের, তাঁকে কী বললেন ডাক্তার কাফিল খান?
তাঁর বিরুদ্ধে চিকিত্সায় অবহেলা ও দুর্নীতির অভিযোগ খারিজ করে রিপোর্টে বলা হয়েছে, হাসপাতালের যে এনসেফালাইটিস ওয়ার্ডে শিশুমৃত্যুর মিছিল হয়েছিল, কাফিল তার ইনচার্জ ছিলেন না।
নয়াদিল্লি: দুবছর আগে গোরক্ষপুর সরকারি হাসপাতালে পরপর শিশুমৃত্যুর ঘটনায় তাঁকে নিশানা করে কটাক্ষ, বিদ্রূপে ভরা ট্যুইটের জন্য চিকিত্সক কাফিল খানের কাছে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল। শিশুমৃত্যুর জন্য কাফিলকে সাসপেন্ড হতে হয়েছিল। ২০১৭-র আগস্ট গোরক্ষপুরের বিআরডি মেডিকেল কলেজে অক্সিজেনের অভাবে ৬০-এর বেশি শিশুমৃত্যুর জেরে কাফিলের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, দুর্নীতির অভিযোগ ওঠে, সাসপেনশনের পাশাপাশি তাঁকে গ্রেফতারও করা হয়। নানা মহলের সমালোচনায় বিদ্ধ কাফিলকে তখন ‘সদাসক্রিয় উইপোকা গোষ্ঠীর চোখে নায়ক’ বলে ট্যুইটে ব্যঙ্গ করেছিলেন রাওয়াল।
শেষ পর্যন্ত অবশ্য যাবতীয় অভিযোগ থেকে বিভাগীয় তদন্তে অব্যাহতি পেয়েছেন কাফিল। চলতি বছরের এপ্রিলে মেডিকেল এডুকেশন বিভাগে জমা পড়া তদন্ত রিপোর্টে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতির জন্য কাফিলের দোষ প্রমাণিত হয়নি। তাঁর বিরুদ্ধে চিকিত্সায় অবহেলা ও দুর্নীতির অভিযোগ খারিজ করে রিপোর্টে বলা হয়েছে, হাসপাতালের যে এনসেফালাইটিস ওয়ার্ডে শিশুমৃত্যুর মিছিল হয়েছিল, কাফিল তার ইনচার্জ ছিলেন না।
There is no shame in apologising when one is wrong ... I apologise to @drkafeelkhan
— Paresh Rawal (@SirPareshRawal) October 2, 2019
অভিযোগমুক্ত কাফিলের প্রতি ট্যুইটে অভিনেতা রাওয়াল লিখেছেন, ভুল হলে ক্ষমা চাওয়ায় লজ্জার কিছু নেই। ডঃ কাফিল খানের কাছে ক্ষমা চাইছি। তবে তার আগে মঙ্গলবার কাফিলও দাবি করেছিলেন, পুরানো ট্যুইটের জন্য ক্ষমা চাইতে হবে রাওয়ালকে। কাফিল সোস্যাল মিডিয়ায় লেখেন, আপনি শুধু আমাকেই নয়, সব ভারতীয়কেই উইপোকা বলেছেন। আমরা সবাই আপনার ফ্যান। তাই এটা আপনার কাছে আশা করিনি।
दीमक कह सारे भारतियों को गाली दी
आप माफ़ी माँगे
I demand an apology fm u @SirPareshRawal sir🙏
we r ur fan,never thought u had closed-minded & obstinate attitude
Plz read enquiry report which absolved me fm negligence & corruption🙏
ur bosses won't but I accept least this fm u pic.twitter.com/Rx4JFQW4ZM
— Dr kafeel khan (@drkafeelkhan) October 1, 2019
রাওয়ালের ক্ষমাপ্রার্থনার পর কাফিল জবাব দিয়েছেন, তিনি স্বাগত জানাচ্ছেন, তবে আমাদের যে ৭০জন বাবা-মা বিআরডি অক্সিজেন ট্র্যাজেডিতে সন্তান হারিয়েছেন, তাঁদের কাছেও দুঃখপ্রকাশ করা উচিত আমাদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement