এক্সপ্লোর
Advertisement
রোহিত ভাই শান্ত থেকে নিজের শক্তি অনুযায়ী খেলতে বলেছিলেন: শিবম দুবে
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ পেয়েই দুহাতে কাজে লাগিয়েছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার শিবম দুবে। ওপেনার কেএল রাহুল আউট হওয়ার পর সবাই যখন অধিনায়ক বিরাট কোহলির ক্রিজে নামার অপেক্ষায় ছিলেন, তখন সবাইকে কিছুটা অবাক করে শিবমকে তিন নম্বরে ব্যাট করতে আসতে দেখা যায়।
মুম্বই:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ পেয়েই দুহাতে কাজে লাগিয়েছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার শিবম দুবে। ওপেনার কেএল রাহুল আউট হওয়ার পর সবাই যখন অধিনায়ক বিরাট কোহলির ক্রিজে নামার অপেক্ষায় ছিলেন, তখন সবাইকে কিছুটা অবাক করে শিবমকে তিন নম্বরে ব্যাট করতে আসতে দেখা যায়। ধীর গতিতে ইনিংস শুরু করেন তিনি। একটা সময় তাঁর রান ছিল ১৩ বলে ১২। এরপর থেকেই গিয়ার বদলান তিনি। একের পর এক শট খেলতে থাকেন শিবম। ওই সময় রোহিত শর্মাকে বারেবারেই তাঁর কাছে গিয়ে কথাবার্তা বলতে দেখা যায়। দলের ৫৬ রানে রোহিত আউট হন। এরপর ক্রিজে আসেন কোহলি। শিবম পোলার্ড ও হোল্ডারের বল কয়েকবারই বাউন্ডারির বাইরে ফেলে দেন। দলের স্কোর ১০০ পেরিয়ে যায়। একইসঙ্গে টি ২০ ক্রিকেটে নিজের কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
ম্যাচের পর শিবম রোহিত তাঁর অর্ধশতরানের ইনিংসের কৃতিত্ব রোহতিকে দিয়েছেন। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে শিবম এ কথা জানিয়েছেন। শিবমকে উদ্ধৃত করে জানানো হয়েছে, রোহিত ভাই আমাকে খুব সাহায্য করেন। তিনি আমাকে শান্ত থেকে নিজের সামর্থ্যের প্রতি আস্থা রাখার পরামর্শ দেন। আমার মনে হয়, এক সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে আমার এ ধরনের প্রেরণা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
শিবম ওই ম্যাচে ৩০ বলে তিন ছয় ও চারটি বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করেন। যদিও ম্যাচে ভারত আট উইকেটে হেরে যায়। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচ যে দল জিতবে, তারাই সিরিজ জিতবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement