এক্সপ্লোর
Munawar Faruqui Case: বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, জামিন পেয়ে জানালেন কৌতুক শিল্পী মুনাওয়ার ফারুকি
ইন্দোর জেল থেকে মুক্তি পেয়ে সংবাদমাধ্যমকে ফারুকি বলেন, আদালতে বিচারধীন মামলাটি। আমার বিচার ব্য়বস্থা এবং প্রশাসনের উপর আস্থা আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না।
![Munawar Faruqui Case: বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, জামিন পেয়ে জানালেন কৌতুক শিল্পী মুনাওয়ার ফারুকি I have confidence in the judiciary, said comedian Munawar Farooqi after getting bail Munawar Faruqui Case: বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, জামিন পেয়ে জানালেন কৌতুক শিল্পী মুনাওয়ার ফারুকি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/02/07145207/WhatsApp-Image-2021-02-07-at-9.21.18-AM.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। জেল থেকে মুক্তি পেয়ে বললেন কৌতুক শিল্পী মুনাওয়ার ফারুকি। হিন্দু দেবতাদের মানহানি করা সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে গ্রেফতার কর হয় কৌতুক শিল্পীকে। মধ্যপ্রদেশ হাইকোর্ট তার জামিন খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি পান তিনি।
ইন্দোর জেল থেকে মুক্তি পেয়ে সংবাদমাধ্যমকে ফারুকি বলেন, "আদালতে বিচারধীন মামলাটি। আমার বিচার ব্য়বস্থা এবং প্রশাসনের উপর আস্থা আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না।'' হিন্দু দেবতাদের মানহানি করা সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে প্রায় এক মাস জেলবন্দী ছিলেন তিনি। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি। মধ্যপ্রদেশ সরকারকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। কৌতুক শিল্পীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতে ফারুকি জানিয়েছেন, তাঁকে আমন্ত্রণ জানানো হয় সংশ্লিষ্ট অনুষ্ঠানে।
বিজেপির বিধায়ক একলব্য সিংহ গৌরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ২৯ বছর বয়সি মুনাওয়ার ফারুকিকে। ইন্দোর থেকে মুনাওয়ার সহ আরও ৫ কৌতুক শিল্পীকে গ্রেফতার করা হয়। হিন্দু দেবদেবীদের নিয়ে "নোংরা এবং অশালীন কৌতুক" করার অভিযোগ ওঠে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কেও অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ।শীর্ষ আদালত জানিয়েছে, এফআইআর দায়ের বা তাঁকে গ্রেফতার করা নিয়ে নিয়ম মানা হয়নি।
এর আগে মধ্যপ্রদেশ আদালত জানায়, স্ট্যান্ড আপ কমিডি শোতে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। যে প্রমাণ পাওয়া গিয়েছে তাতে প্রমাণিত হয় কৌতুকের আড়ালে সংগঠিতভাবে এই কাজ করা হয়েছে। ফারুকির আইনজীবী আদালতে বলেছেন, ঘটনার দিন ওই শোতে শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি অনুষ্ঠানে অংশ নেন কিন্তু কোনও অশালীন জোকস বলেননি তিনি। কিন্তু মধ্যপ্রদেশ আদালতের এই পর্যবেক্ষণকে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)