IAF Convoy Attack: ভোটের মুখে কাশ্মীরে জঙ্গি-হামলা! মৃত ১ বায়ুসেনা কর্মী, জখম আরও
Poonch Terrorist Attack: হামলাকারীদের খোঁজ শুরু করেছে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়েছে।
পুঞ্চ, কাশ্মীর: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে কাশ্মীরে (Terrorist Attack in Kashmir) জঙ্গিহানার ঘটনা। শনিবার পুঞ্চে ভারতীয় বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা হয়। সেই ঘটনায় মারা গিয়েছেন একজন বায়ুসেনা কর্মী। আহত হয়েছেন বেশ কয়েকজন। ওই ঘটনার পরেই গোটা এলাকায় সার্চ অপারেশন শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
ANI সূত্রের খবর, জঙ্গিহানায় অভিযুক্তদের খুঁজে বের করতে সার্চ অপারেশন চলছে। বিভিন্ন এলাকায় চলছে নাকা তল্লাশি।
সেনা সূত্রের খবর, পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় সানাই টপ-এর দিকে যাচ্ছিল কনভয়। সেই সময়েই হামলা হয়। সূত্রের খবর, ওই জঙ্গি হামলায় এক সেনার মৃত্যু হয়েছে। ১ জন গুরুতর ভাবে জখম হয়েছেন। আরও তিনজনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বায়ুসেনার কনভয় ঘিরে ধরে গুলি চালিয়েছে জঙ্গিরা, এমনটাই অভিযোগ। এই হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কাজের জায়গায় সুখবর? হাতে আসবে টাকা? কেমন যাবে রবিবার?