এক্সপ্লোর
Advertisement
তৈমুর তাঁর মত নায়ক হবে, আগাম জানিয়ে দিলেন সেফ
সেফের ইচ্ছে, তৈমুরও বলিউডে আসুক। প্রথম ছবি হিট করুক তার। সেও নায়ক হোক তাঁর মত।
মুম্বই: সেফ আলি খানের ইচ্ছে, তাঁর দুই ছেলে ইব্রাহিম আর তৈমুর যেন বলিউডে নাম লেখায়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এ কথা।
সেফ বলেছেন, তাঁর মা সত্যজিৎ রায়ের ছবির নায়িকা ছিলেন। তাঁর বোন, স্ত্রী, প্রাক্তন স্ত্রী, মেয়ে সকলেই সিনেমা জগতে আছেন। বড় ছেলে ইব্রাহিমও অভিনেতা হতে চায়। তাঁর ধারণা, তৈমুরও অভিনেতা হবে, এখনই সে তাঁদের যথেষ্ট বিনোদন ঘটায়।
এর আগেও এক সাক্ষাৎকারে সেফ বলেন, তাঁর ইচ্ছে, তাঁর সব ছেলেমেয়ে সিনেমায় নামুক। এটাই সব থেকে ভাল কাজের জায়গা। ১৭-১৮ বছর বয়সে তিনি যাচ্ছেতাই অবস্থায় ছিলেন। অভিনয়ই তাঁকে নিজেকে ধ্বংস করে দেওয়া থেকে উদ্ধার করে। তাঁর অভিনয় তাঁকে জব স্যাটিসফ্যাকশন দেয় আর যে আনন্দ দেয় তার থেকে বেশি আর কিছু চাওয়ার ছিল না। তবে ইব্রাহিমকে তিনিই বলিউডে প্রথম সুযোগ দেবেন কিনা তা তিনি জানেন না। লেখাপড়া সংক্রান্ত কাজকর্মের থেকে তার সিনেমায় আগ্রহ অনেক বেশি। তবে ওর দিদি সারা ছাড়া আর কারও লেখাপড়া নিয়ে তেমন আগ্রহও ছিল না।
সেফের ইচ্ছে, তৈমুরও বলিউডে আসুক। প্রথম ছবি হিট করুক তার। সেও নায়ক হোক তাঁর মত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement