National War Memorial: অমর জওয়ান জ্যোতি স্থল থেকে সরল উল্টানো রাইফেল ও হেলমেট!
India Gate: ১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভারতীয় সেনাদের স্মৃতিবিজড়িত উল্টানো রাইফেল ও হেলমেট নিয়ে যাওয়া হল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের পরম যোদ্ধা স্থলে।
নয়া দিল্লি: দিল্লির ঐতিহাসিক ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি স্থল থেকে এবার সরল উল্টানো রাইফেল ও হেলমেট। ১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভারতীয় সেনাদের স্মৃতিবিজড়িত উল্টানো রাইফেল ও হেলমেট নিয়ে যাওয়া হল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের পরম যোদ্ধা স্থলে।
সেখানে ভারতীয় সেনাবাহিনীর পরমবীর চক্র সম্মানপ্রাপ্ত সেনাদের আবক্ষ মূর্তির মাঝখানে রাখা হল উল্টানো রাইফেল ও হেলমেট। এর আগেই ইন্ডিয়া গেট থেকে সরানো হয় অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। কেন্দ্রের তরফে জানান হয়েছে, "এই অনুষ্ঠানের মাধ্যমে ১৯৭১ সালের যুদ্ধে নিহত সেনাদের স্মৃতিসৌধকে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের সঙ্গে একীভূত করা হয়েছে।" এই অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন চিন অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ থেকে চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান, এয়ার মার্শাল বি আর কৃষ্ণ এবং তিন বাহিনীর জেনারেলরা।
Seven Indian Army soldiers who lost their lives in the accident in Turtuk, Ladakh today include Subedar Shinde Vijay Rao Sarjerao, Nb Sub Gurudyal Sahu, L/Hav MD Saijal T, Naiks Sandeep Pal, Jadav Prashant Shivaji and Ramanuj Kumar, Lance Naik Bappaditya Khutia pic.twitter.com/xJBN2XrGHx
— ANI (@ANI) May 27, 2022
একটি বিবৃতিতে বলা হয়েছে, "অনুষ্ঠানের অংশ হিসেবে সিআইএসসি ইন্ডিয়া গেটে পুষ্পস্তবক অপর্ণ করেছিল। একটি গাড়িতে করে রাইফেল ও হেলমেটটি সরানো হয়। তা একটি নতুন স্মৃতিস্তম্ভে স্থাপন করা হয়েছিল। অভিবাদন পেশের মাধ্যমে এই কাজ সম্পূর্ণ করা হয়।"
এর আগে দিল্লির ইন্ডিয়া গেটের (India Gate) অমর জওয়ান জ্যোতিরও স্থান বদল ঘটে। স্থানান্তর করে মিলিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের (National War Memorial) শিখার সঙ্গে।পূর্ণ সামরিক রীতিতে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছিল সম্প্রতি। সেনার আধিকারিক ও জওয়ানরা প্রথমে অমর জওয়ান জ্যোতিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর মশাল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে নিয়ে আসা হয়েছিল।