এক্সপ্লোর
Advertisement
দিল্লি থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নেমেই গাড়িতে উঠে বাড়ি রওনা কেন্দ্রীয় মন্ত্রীর, ‘আমি মন্ত্রী, কোয়ারান্টিনে ছাড় আছে’, সাফাই
বিরোধীরা এ নিয়ে সরব হওয়ায় তাঁর সহকারী সাফাই দেন, গৌড়া কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছেন, তাই তিনি হোম কোয়ারান্টিনে থাকতে পারেন।
বেঙ্গালুরু: দিল্লি থেকে বিমানে বেঙ্গালুরু নেমে চলতি নিয়মবিধি মেনে কোয়ারান্টিনে যাওয়ার কথা, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সদানন্দ গৌড়া তা না মেনে সোজা বিমানবন্দর থেকে গাড়িতে উঠে চলে যান বলে অভিযোগ। তাঁকে নিয়মবিধি থেকে ছাড় দেওয়া হয়েছে বলে দাবি বিরোধীদের।
সোমবার থেকে সীমিত সংখ্যায় ঘরোয়া বিমান উড়ান শুরু হয়েছে। কর্নাটকে ক্ষমতাসীন বিজেপি সরকার বিমান সফরের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করেছে, সেই অনুসারে কোভিড-১৯ এর দাপট খুব বেশি, এমন ৬টি রাজ্য, মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে আসা যাত্রীদের প্রথম সাতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে, পরে আরও সাতদিন হোম কোয়ারান্টিনে থাকতে হবে। কিন্তু অভিযোগ উঠেছে, আজ বেঙ্গালুরু বিমানবন্দরে নেমেই সোজা নিজের গাড়িতে উঠে বাড়ি রওনা হন গৌড়া।
বিরোধীরা এ নিয়ে সরব হওয়ায় তাঁর সহকারী সাফাই দেন, গৌড়া কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছেন, তাই তিনি হোম কোয়ারান্টিনে থাকতে পারেন। এমনকী স্বয়ং গৌড়া দাবি করেন, সরকারি গাইডলাইন আমজনতার ক্ষেত্রে প্রযোজ্য হলেও বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, ‘দায়িত্বপূর্ণ পদে’ আসীন নির্দিষ্ট কিছু লোকজন তা থেকে অব্যাহতি পান। সংবাদ সংস্থা এএনআইয়ের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মন্ত্রী, ওষুধ সংক্রান্ত মন্ত্রকের ভার হাতে। ওষুধপত্র ও অন্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ঠিক না থাকলে ডাক্তাররা রোগীর কী সেবা করবেন? সেটা কি সরকারের ব্যর্থতা হবে না? দেশের প্রতিটি প্রান্তে ওষুধ সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব আমার।
কর্নাটকে সোমবার ৬৯টি নতুন করোনা সংক্রমণের খবর মিলেছে। সব মিলিয়ে রাজ্যে মোট কোভিড-১৯ সংক্রমিত ২১৫৮ জন। ৪৩ জন মারা গিয়েছেন। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৬৮০ জন। রাজ্যে অ্যাক্টিভ করোনাভাইরাস সংক্রমণ সংখ্যা ১৪৩৩টি।
রসায়ন ও সারমন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানোর দাবি তুলেছেন গুজরাতের কংগ্রেস নেতা শক্তিসিন গোহিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ইন্ডিয়া
Advertisement