এক্সপ্লোর
Advertisement
কঠোর লকডাউন বিধি, দুধ আর ওষুধ ছাড়া বাকি সব দোকান বন্ধ আমদাবাদে
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রুপানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যে মেডিক্যাল টিম পাঠানোর অনুরোধ করেছেন।
আমদাবাদ: করোনা পরিস্থিতি সামলাতে আরও কঠোর হল গুজরাত। দুধ আর ওষুধের দোকান ছাড়া বাকি সব দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এমনকী মুদিখানা, ফল-সবজির দোকানও বন্ধই থাকবে।
আমদাবাদে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ কোভিড আক্রান্ত হয়েছে। শহরে করোনা মৃত্যুর হার ৬.১ শতাংশ। দেশের গড় মৃত্যুর হারের প্রায় দ্বিগুণ।
লকডাউন বিধি কার্যকর করার জন্য ৬ কোম্পাানি বিএসএফ ও ১ কোম্পানি সিআইএস ফোর্স গুজরাতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ কোম্পানিই আছে আমদাবাদ শহরে।
আমদাবাদ কর্পোরেশন সূত্রে খবর, ৭ মে থেকে ১৫ মে ভোর ৬টা অবধি সব দোকান বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে সেলুন, মুদিখানা, ফল-সবজির দোকানও। এমনকী বন্ধ থাকবে খাবার ও অন্যান্য জিনিসের হোম ডেলিভারিও। সুইগি, জোম্যাটো, ডমিনোজের মতো সংস্থাও খবার ডেলিভারি করতে পারবে না। ডেলিভারি কর্মীদের মারফৎও ছড়াতে পারে রোগ, এই আশঙ্কাতেই সরকারের এই পদক্ষেপ।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিজয় রুপানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যে মেডিক্যাল টিম পাঠানোর অনুরোধ করেছেন।
মঙ্গলবার মুম্বইতে অতি প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্যান্য দোকান ও মদের দোকান খোলার অনুমতি প্রত্যাহার করা হয়। সামাজিক দূরত্ব শিকেয় উঠছে, এই পরিপ্রেক্ষিতেই সরকারের এই সিদ্ধান্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement