Donald Trump : বাণিজ্য চুক্তি নিয়ে এখনও হল না ফয়সালা, পরশু থেকেই ভারতের উপর পাহাড়প্রমাণ শুল্ক? বড় ইঙ্গিত ট্রাম্পের কথায়
India America Trade Deal : তাহলে কি ভারতের ঘাড়ের উপরও চাপিয়ে দেওয়া হবে শুল্কের বোঝা? মঙ্গলবার এমনটাই ইঙ্গিত আমেরিকার প্রেসিডেন্টের কথায়।

অগাস্ট পড়তে আর বাকি মাত্র ১ দিন। এরপরই সব দেশের উপর ১০ শতাংশ কমপক্ষে শুল্ক চাপাবে মার্কিন যুক্তরাষ্ট্র। হিসেবমতো যেসব দেশের সঙ্গে আলাদা করে কোনও বাণিজ্য চুক্তি হবেনা, তাদের উপর ১৫ থেকে ২০ শতাংশ ন্যূনতম শুল্ক চাপাবে ট্রাম্প প্রশাসন। তাহলে কি ভারতের ঘাড়ের উপরও চাপিয়ে দেওয়া হবে শুল্কের বোঝা? মঙ্গলবার এমনটাই ইঙ্গিত আমেরিকার প্রেসিডেন্টের কথায়।
সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানালেন, ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ১ অগাস্ট থেকে ট্রাম্প প্রশাসন নতুন শুল্কনীতি কার্যকর করতে চলেছে। এই সময়সীমা যে আর বর্ধিত করার পরিকল্পনা নেই, সেই আভাস আগেই দিয়েছিল আমেরিকা। তাই তার ঠিক দুই দিন আগে ট্রাম্পের ইঙ্গিত ভারতের জন্য খুব একটা সুখকর হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আলোচনা চলছে । তবে এখনও তা চূড়ান্ত নয়। তবে কি বিরাট শুল্কের বোঝা বইতে হবে ভারতকে ?
ওয়াকিবহাল মহলের ধারণা, কোনও চুক্তি চূড়ান্ত না হলে ভারতকে ২৫% পর্যন্ত আমদানি শুল্ক বইতে হবে। ট্রাম্পের বক্তব্য ওরা ২৫% দেবে ! সাংবাদিকদের তিনি বলেন, গত কয়েকদিন তিনি স্কটল্যান্ডে কাটিয়েছেন, । গল্ফ খেলেছেন । আর কাজ সংক্রান্ত মিটিং করেছেন। গত এপ্রিলেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে গেলে সব দেশকেই কমপক্ষে ১০ শতাংশ শুল্ক দিতে হবে। এবার কি তা আরও বাড়িয়ে ১৫-২০ শতাংশ করে দেওয়া হবে? জল্পনা তুঙ্গে ।
ট্রাম্প এদিন আরও বলেন, "ভারত আমেরিকার ভালো বন্ধু, কিন্তু গত কয়েক বছরে ভারত অন্য যে কোনও দেশের তুলনায় বেশি শুল্ক আরোপ করেছে। কিন্তু আমি যখন ক্ষমতায় আছি তখন আপনি এটা করতে পারবে না। আমার মনে হয়, বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। আশা করি এটি সবার জন্য, বিশেষ করে আমেরিকার জন্য খুব ভালো হবে।" এর আগে ২২ এপ্রিল, ট্রাম্প ভারত থেকে আমেরিকায় আসা পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করার কথা বলেন, তবে তা এখনও পর্যন্ত আরোপ করা হয়নি। আশা করা হয়েছিল, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে এই শুল্কের বোঝা কমতে পারে। তবে এখন তা বিশ বাঁও জলে !






















