এক্সপ্লোর
ভারতে এখনও করোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
এ মাসের শুরুতে কেন্দ্র জানায়, তিনটি রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা সব থেকে বেশি- মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্র প্রদেশ।
![ভারতে এখনও করোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী India At Multiple Trajectories- Harsh Vardhan On Coronavirus Peak ভারতে এখনও করোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/21142445/Harsh-vardhan.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনা সংক্রমণ প্রতিদিন যতই লাফিয়ে বাড়ুক, এ দেশে গোষ্ঠী সংক্রমণ এখনও শুরু হয়নি। মাত্র ১০টি রাজ্যে করোনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে, তাও সেগুলি কয়েকটি নির্দিষ্ট জেলায় সীমাবদ্ধ। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
গতকাল সোশ্যাল মিডিয়ায় ঘণ্টাখানেকের একটি আলোচনা সভা করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, দেশের বিভিন্ন এলাকায় করোনা পরিস্থিতি এখন ভিন্ন। ১০টি রাজ্যে দেশের ৭৭ শতাংশ অ্যাকটিভ করোনা আক্রান্ত রয়েছেন, তাও সেগুলি রাজ্যগুলির সর্বত্র নয়, কয়েকটি জেলার মধ্যে কার্যত সীমাবদ্ধ।
এখনও দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে কেন্দ্রের যে দাবি, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন দিনকয়েক আগে তাকে কটাক্ষ করেন। সত্যেন্দ্র নিজেই করোনা থেকে ভুগে উঠেছেন, তিনি বলেন, দেশে করোনা সংক্রমণের সংখ্যা মারাত্মক বেড়ে গিয়েছে, গোষ্ঠী সংক্রমণ যে শুরু হয়েছে তা আমাদের মেনে নেওয়া উচিত। এ নিয়ে এখনও আমরা টেকনিক্যাল টার্মে আটকে আছি, শুধু দেশের সেরা ডাক্তারি গবেষণা সংস্থা আইসিএমআর বা কেন্দ্র এ ব্যাপারে কথা বলতে পারে। এরপরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন, গোষ্ঠী সংক্রমণ এখনও শুরু হয়নি এ দেশে।
শেষকয়েক সপ্তাহে দেশে নতুন করোনা সংক্রমণের সংখ্যা নিয়মিত হারে বেড়ে চলেছে। এ মাসের ১০ তারিখ থেকে প্রতিদিন ৮০,০০০-এর বেশি মানুষ সংক্রমিত হয়ে চলেছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখের বেশি, মৃতের সংখ্যা প্রায় ৯০,০০০। সরকারি তথ্য অবশ্য বলছে, দেশে নতুন সংক্রমণের তুলনায় সেরে ওঠার সংখ্যা বেশি, তা যথেষ্ট আশাপ্রদ। কিন্তু যেভাবে গড় সংক্রমণ বেড়ে চলেছে, তাতে করোনার দ্বিতীয় দফার আক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ বড় শহরগুলির চিকিৎসা কাঠামো খুব ভাল অবস্থায় নেই।
এ মাসের শুরুতে কেন্দ্র জানায়, তিনটি রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা সব থেকে বেশি- মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্র প্রদেশ। এই তিন রাজ্যের ১৭টি জেলায় সব থেকে বেশি আক্রান্ত রয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)