India-Pakistan Conflict: এবার ইমরান খান ও বিলাবল ভুট্টোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ব্লক করল কেন্দ্র, পহেলগাঁওয়ের জের
Pahalgam Terror Attack: X-এ গিয়ে ইমরান এবং বিলাবলের হ্যান্ডলে যাওয়ার চেষ্টা করলে বলা হচ্ছে, ভারতে হ্যান্ডল দু’টিতে বিধিনিষেধ রয়েছে।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে টানাপোড়েনের মধ্যে এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ভারতে ব্লক করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলও ব্লক করা হল। মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ তাঁদের যে হ্যান্ডল, তা আর ভারতীয়রা দেখতে পাবেন না। (India-Pakistan Conflict)
X-এ গিয়ে ইমরান এবং বিলাবলের হ্যান্ডলে যাওয়ার চেষ্টা করলে বলা হচ্ছে, ভারতে হ্যান্ডল দু’টিতে বিধিনিষেধ রয়েছে। আইনি কারণেই এমন পদক্ষেপ বলেও জানানো হয়। তাঁদের প্রোফাইল পিকচার, কভার পিকচার, কিছুই দেখা যাচ্ছে না। পাতা খুললে সবকিছুই শূন্য দেখাচ্ছে। (Pahalgam Terror Attack)
পহেলগাঁও নিয়ে সংঘাতের মধ্যে ধাপে ধাপে পাকিস্তানি বহু রাজনীতিক, অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করেছে মোদি সরকার। একদিন আগেই পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারারের X হ্যান্ডল ব্লক করে দেওয়া হয় ভারতে। ভারতের তরফে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন আতাউল্লা।
এর পাশাপাশি, পাকিস্তানি তারকা হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, ফাওয়াদ খানের ইনস্টাগ্রামও ব্লক করা হয়েছে ভারতে। ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছে। তাদের বিরুদ্ধে উস্কানিমূলক, সাম্প্রদায়িক এবং অপতথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। ওই ১৬টি ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমও রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ব্লক করা হয় শুক্রবার।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা, যাতে সবমিলিয়ে ২৬ জনের মৃত্যু হয়। The Resistance Front নামের উপত্যকার এক জঙ্গি সংগঠন হামলা চালালেও, তারা আসলে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়াসংগঠন বলে জানা যায়। এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে তিক্ততা বেড়েছে। পাকিস্তানকে ইতিমধ্যেই উপযুক্ত দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মোদি। আর সেই আবহেই পর পর পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ব্লক কপরা হচ্ছে। তবে হামলাকারী হিসেবে চিহ্নিত পাঁচ জঙ্গির নাগাল মেলেনি এখনও পর্যন্ত।
পহেলগাঁও হামলার পর ১৩ দিন পার। তবে এখনও থমথমমে উপত্যকা। বারামুলা থেকে বদগাঁও, লাগাতার তল্লাশি চলছে উপত্যকার সমস্ত জায়গায়। বিভিন্ন LOC পয়েন্টে বাড়ানো হচ্ছে বাহিনী। প্রতি এক কিলোমিটার অন্তর বাহিনী মোতায়েন করা হয়েছে। কাশ্মীরের রাস্তায় দেখা যাচ্ছে বিশাল সেনা কনভয়। কোথায় লুকিয়ে জঙ্গিরা? কোন দিক থেকে ঢুকল? কোথায় আত্মগোপন করে রয়েছে জঙ্গিরা? কাশ্মীর উপত্য়কাজুড়ে চলছে চিরুণি তল্লাশি।






















