India-Canada: ভারতের সঙ্গে কানাডার 'সম্পর্ক নষ্টের মূলে ট্রুডো'! কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের
India-Canada News:কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েনের জন্য ট্রুডোর ঘাড়েই দায় চাপাল নয়াদিল্লি।
নয়া দিল্লি: সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে বিরোধ দেখা দিয়েছে ভারত-কানাডার সম্পর্কে। যার মধ্যে মূল বিষয় ছিল- খলিস্তানি সমস্যা। এর মধ্যেই খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যা নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-কানাডার সম্পর্ক। প্রাথমিকভাবে কানাডায় এক গুরুদ্বারের বাইরে খলিস্তানি নেতা নিজ্জরকে গুলি করে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এই ঘটনার পিছনে ভারতের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছিলেন ট্রুডো। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বীকার করে নেন যে, খলিস্তানি জঙ্গি হত্যায় ভারতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন সেই সংক্রান্ত কোনও তথ্য প্রমাণ ছিল না।
আর এরপরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েনের জন্য ট্রুডোর ঘাড়েই দায় চাপাল নয়াদিল্লি। ভারত কানাডার সম্পর্ক তলানিতে আসার মূলে রয়েছেন জাস্টিন ট্রুডো। বিদেশমন্ত্রকের তরফে ট্যুইটে বলা হয়েছে এমনটাই।
ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, আমরা প্রথম থেকেই নিশ্চিত করে বলে এসেছি কানাডা ভারত এবং ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলি বেছে নিয়েছে তার সমর্থনে আমাদের কাছে কোনও প্রমাণ উপস্থাপন করেনি। ভারত-কানাডা সম্পর্কের যে ক্ষতি করেছে তার দায়ভার শুধুমাত্র প্রধানমন্ত্রী ট্রুডোর উপর বর্তায়।
What we have heard today only confirms what we have been saying consistently all along - Canada has presented us no evidence whatsoever in support of the serious allegations that it has chosen to level against India and Indian diplomats. The responsibility for the damage that… pic.twitter.com/9k0ztpFOyA
— ANI (@ANI) October 16, 2024
আরও পড়ুন, হাই সিকিউরিটি জোনে হাড়হিম খুন? আর জি কর-কাণ্ডের পর এবার কৃষ্ণনগরেও ক্রাইম সিন নিয়ে প্রশ্ন
এর আগে, ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারত কানাডা ইস্যুতে বার্তা দেন। তিনি বলেছিলেন, ভারতের বিরুদ্ধে কানাডা লাগাতার অভিযোগ করে আসছিল। এমনকি ভারতীয় কূটনীতীবিদদের বিরুদ্ধেও একের পর এক অভিযোগের আঙুল তুলেছে কানাডা। কিন্তু কোনও অভিযোগেরই প্রমাণ কানাডা দিতে পারেনি বলে মন্তব্য করেছিলেন রণধীর জয়সওয়াল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে