কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে কড়া জবাব ভারতের
"উপত্যকার মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকারকে উপভোগ করছেন.." বলেন রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ইন্দ্রমণি পাণ্ডে
রাষ্ট্রপুঞ্জ: কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধানের সমালোচনার কড়া জবাব দিলেন রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ইন্দ্রমণি পাণ্ডে। তিনি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করে কেন্দ্র সেখানকার মানুষকে মৌলিক অধিকার দিয়েছে এবং তৃণমূলস্তর পর্যন্ত গণতন্ত্রকে প্রসারিত করেছে।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিভাগের প্রধান কমিশনার মিশেল বাচেলেট কাশ্মীরে ইন্টারনেট বন্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানিয়েছিলেন, আমজনতার উপরে পুলিশ এবং সেনাবাহিনীর দমন পীড়নের ঘটনাও যথেষ্টই উদ্বেগের।
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ এবং এ ব্যাপারে ভারতের সংবিধান সংশোধনকেও বাচেলেট ’গভীর দুশ্চিন্তা‘র বিষয় বলে মন্তব্য করেছিলেন। সীমান্তপার সন্ত্রাসে পাকিস্তানের মদত থেকে শুরু করে উপত্যকায় গণতন্ত্র প্রসারে ভারেতর ভূমিকা সব কিছুই উল্লেখ করেছেন ইন্দ্র মণি।
বাচেলেটের সমালোচনার জবাবে তিনি বলেন, ’’আমরা তৃণমূলস্তর পর্যন্ত গণতন্ত্রকে প্রসারিত করতে পেরেছি। করোনা সংক্রমণ সত্ত্বেও আর্থ-সামাজিক উন্নয়নের গতিকে ত্বরাণ্বিত করা সম্ভব হয়েছে। এই উন্নয়নের প্রক্রিয়াকে বেলাইন করতে একটি দেশ সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশে মদত দিচ্ছে। আমরা তাকেও প্রতিহত করেছি।‘‘ ইন্দ্র মণি বলেন, উপত্যকার মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকারকে উপভোগ করছেন।