(Source: ECI/ABP News/ABP Majha)
India Coronavirus Update: দেশে বাড়ল দৈনিক সংক্রমণ, ১ দিনে মৃত্যু কমে ৪৯১
ফের চিন্তা বাড়াচ্ছে ভারতে করোনার দৈনিক সংক্রমণ। ৪০ হাজারের নীচে থাকলেও গত ১ দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। কমল দৈনিক মৃত্যু।
নয়াদিল্লি: ফের চিন্তা বাড়াচ্ছে ভারতে করোনার দৈনিক সংক্রমণ। ৪০ হাজারের নীচে থাকলেও গত ১ দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। অন্যদিকে খানিক স্বস্তি দেশের দৈনিক মৃত্যুতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা পাঁচশোর নীচে নেমেছে। গত ১ দিনে দেশে ৪৯১ জনের মৃত্যু হয়েছে।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৮৬২ জনের। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৮২২। দেশে করোনা অতিমারীকে জয় করে সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১০ জন।
দৈনিক আক্রান্তের নিরিখে দেশে এখনও শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। শেষ পরিসংখ্যান অনুযায়ী কেরলে এক দিনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৬৭ জন। গত ১ দিনে কেরলে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। শুক্রবারও দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল কেরলে। সব মিলিয়ে কেরলে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ ৩৩ হাজার ৯১৮ জন। করোনা অতিমারীতে সে রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৭ হাজার ৬৫৪ জনের। কেরলে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ১৬৬। রাজ্য জুড়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ২৬৫। করোনা অতিমারীকে হারিয়ে এ পর্যন্ত সে রাজ্যে মোট সুস্থ হয়েছেন ৩৩ লক্ষ ৩৭ হাজার ৫৭৯ জন।
দেশে এখনও পর্যন্ত করোনা মোকাবিলায় টিকা পেয়েছেন মোট ৫০ কোটি ৬৮ লক্ষ ১০ হাজার ৪৯২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৫৫ লক্ষ ৯১ হাজার ৬৫৭ জন দেশবাসী।