India Corona Update: দেশে দৈনিক সংক্রমণে রেকর্ড, একদিনে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৭ হাজার পার
India Corona Update: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন।
নয়াদিল্লি: করোনার (Corona) তৃতীয় ঢেউয়ে (Third Wave) এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ৩ লক্ষ পেরোল। গতকালের তুলনায় ১২ শতাংশের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ। দেশে দৈনিক মৃত্যুর (Daily Death Toll) সংখ্যা ফের ৫০০ ছুঁইছুঁই। বাড়ল সংক্রমণ-হারও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। গতকাল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ছিল ২ লক্ষ ৮২ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪১। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮২ লক্ষ ১৮ হাজার ৭৭৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৭ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) বেড়ে হয়েছে ১৬ দশমিক ৪১ শতাংশ। দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৮৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩২৬ জন।
এদিকে বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (Corona) সংক্রমিত হয়েছেন ১১,৪৪৭ জন। রাজ্যে পরপর ৫দিন তিরিশের উপরেই রইল মৃত্যু। একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। যা কার্যত উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারি হিসেব অনুযায়ী করোনা সংক্রমিত হয়ে ৫দিনে ১৮০ জনের মৃত্যু হয়েছে। একদিনে শুধু কলকাতাতেই একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। শহরে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৫৪ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে ১ হাজার ৭৯৮ জন আক্রান্ত। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১০ জনের মৃত্যুর হয়েছে বলেছে সরকারি হিসেবে জানানো হয়েছে।