India Coronavirus Case Update : আশা জাগিয়ে বেশ খানিকটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
India Covid Update : গত ২৪ ঘণ্টায় ১১ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর মিলেছে। এর দরুণ, মোট করোনা-মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫,৩১,১৫২ ।
নয়াদিল্লি : সামান্য কমল ভারতের দৈনিক করোনা ( Coronavirus ) সংক্রমণ। ভারতে গত ২৪ ঘন্টায় ৭৬৩৩ জন নতুন করে করোনভাইরাস ( Covid 19 ) আক্রান্ত হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে করোনায় নতুন করে আক্রান্ত হওয়া সংখ্যা ধরে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১২৩৩। গত ২৪ ঘণ্টায় ১১ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর মিলেছে। এর দরুণ, মোট করোনা-মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫,৩১,১৫২ ।
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে চার জনের মৃত্যু হয়েছে। হরিয়ানা, কর্ণাটক এবং পাঞ্জাব থেকে একটি করে মৃত্যুর খবর পাওয়া গেছে এবং কেরলে চারটি প্রাণহানির ঘটনা নথিভূক্ত হয়েছে। সকাল ৮ টায় এই তথ্য ভাগ করে নিয়েছে মন্ত্রক।
এর মধ্যে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ৪,৪২,৪২,৪৭৪ জন। মৃত্যুর হার ১.১৮ শতাংশ।
মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী টিকাদান অভিযানে এখনও পর্যন্ত দেশে ২২০.৬৬ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের সোমবারের তথ্য অনুসারে, আগের ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Covid Case) আক্রান্ত হয়েছিল ৯ হাজার ১১১ জন। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছিল ৬ হাজার ৩১৩। দেশের জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি কোভিড -19 এর বিরুদ্ধে টিকা দেওয়া সত্ত্বেও ভারতে কোভিড -১৯ কেস ফেব্রুয়ারির শেষের দিক থেকে বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হল XBB.1.16 Omicron সাবভেরিয়েন্ট অন্যান্য SARS-CoV-2 স্ট্রেনের তুলনায় বেশি সংক্রামক, এবং বিশেষজ্ঞদের মতে, কোভিড-19 ভ্যাকসিন দ্বারা প্রদত্ত অনাক্রম্যতা লঙ্ঘন করার ক্ষমতা তৈরি করেছে।
করোনাভাইরাস এক্সবিবি.১.১৬.১ এর নতুন রূপ কি প্রাণঘাতী?
- জ্বর
- কাশি
- সর্দি
- নাক বন্ধ
- হাঁচি
- গলা ব্যথা
- কণ্ঠস্বর পরিবর্তন
- শ্বাসকষ্ট, মাথাব্যথা
- শরীরে ব্যথা, ক্লান্তি।
- এছাড়াও, চোখে জ্বালা, লালচেভাব, ডায়ারিয়া, বুকে ব্যথা ইত্যাদিও এই নতুন রূপটিতে দেখা যায়।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )