India Corona Update: দেশে নিম্নমুখী করোনা গ্রাফ, একদিনে মৃৃত্যু ১৮ জনের
Covid19 Update: স্বস্তি দিয়ে প্রায় তলানিতে এসে ঠেকেছে দেশের কোভিড গ্রাফ। নবরাত্রি শুরু হয়েছে, দোরগোড়ায় দুর্গাপুজো, এরপর দীপাবলিও পালন হবে সারা দেশে। ফলে পুজো, উৎসব ঘিরে সারা দেশেই ভিড়় হবে।

নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফের ওঠাপড়া চলছেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।
দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ২৭২। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৬২৯ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৫ লক্ষ ৮৭ হাজার ৩০৭। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৯ হাজার ৫৩৮। অ্যাক্টিভ কেসের হার ৩৯ হাজার ৫৩৮। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ১.২৩ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৪৪ শতাংশ।
দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো, এরপর দীপাবলিও পালন হবে সারা দেশে। ফলে পুজো, উৎসব ঘিরে সারা দেশেই ভিড়় হবে। বিশেষ করে গত ২ বছর ধরে উৎসবের মরসুমে কড়া কোভিড বিধি ছিল। যা এবার প্রায় নেই। ফলে ভিড়ও যে লাগামছাড়া হবে, তা মনে করা হচ্ছে। দেশজুড়ে উৎসবের আবহে অবশ্য সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা।
সতর্ক থাকার পরামর্শ: প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের ভয়ঙ্কর রূপ দেখেছে দেশবাসী। অক্সিজেনের জন্য হাহাকার, একের পর এক মৃত্যু বদলে দিয়েছিল, সাধারণের জীবনযাত্রা। সেই ভয়াবহ দিনের স্মৃতি আজও টটকা। স্বস্তি দিয়ে প্রায় তলানিতে এসে ঠেকেছে দেশের কোভিড গ্রাফ। নবরাত্রি শুরু হয়েছে, দোরগোড়ায়রাজ্যের করোনা আপডেট: ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে সামান্য কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২৮৪। একদিনে রাজ্যে মৃতের সংখ্যা ২। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৫৯। সুস্থতার হার ৯৮.৮৩ শতাংশ। রাজ্যে করোনায় মৃত্যু হার ১.০২ শতাংশ। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট ৪.০৫ শতাংশ।
আরও পড়ুন: Dengue Update: ৩-৪ দিনের জ্বরে অবস্থার অবনতি, ডেঙ্গিতে আরও এক যুবকের মৃত্যু
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
