Pakistan: 'ভারত আরও শক্তিশালী হওয়ার স্বপ্ন দেখছে, আর আমরা ভিক্ষা করছি', ক্ষোভ প্রকাশ পাক নেতার
Pak Leader: পাক মন্ত্রী বলেন, 'দুটি দেশ একই দিনে স্বাধীনতা পেয়েছিল। আমরা দেউলিয়া এড়াতে ভিক্ষা করছি।'
ইসলামাবাদ: পাকিস্তানের ডানপন্থী ইসলামিক নেতা মৌলানা ফজলুর রেহমান সোমবার তার পূর্বের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থনেই সুর চড়ালেন। বিরোধী দলের সমাবেশ করার এবং এমনকি সরকার গঠন করার অধিকার রয়েছে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই তিনি ভারতের প্রশংসা করেছেন।
তিনি বলেন, "সমাবেশ করা পিটিআই-এর অধিকার। আমরা ২০১৮ সালের নির্বাচনেও আপত্তি জানিয়েছিলাম এবং আমরা এটি ৮ ফেব্রুয়ারির নির্বাচনেও বিশেষ কারণে আপত্তি করেছি। যদি ২০১৮ সালের নির্বাচনে কারচুপি করা হয় তবে বর্তমানে কারচুপি নিয়ে প্রশ্নও ওঠা উচিত।"
পিটিআই নেতা আসাদ কায়সার দলটির সমাবেশ করার অধিকার দাবি করেছিলেন। রেহমান তার বক্তৃতায় বলেন, "আসাদ কায়সারের দাবি সঠিক এবং সমাবেশ করা পিটিআই-এর অধিকার।" রেহমান পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এবং পাকিস্তান পিপলস পার্টির ক্ষমতাসীন জোটকে পিটিআইকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে সরকার গঠনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এরপরই ভারতের সঙ্গে তুলনা টানেন তিনি। রেহমান বলেন, 'ভারত আর পাকিস্তানের তুলনা করে দেখুন। দুটি দেশ একই দিনে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু আজ ভারত শক্তিশালী দেশ হওয়ার কাজে লিপ্ত। আর আমরা দেউলিয়া এড়াতে ভিক্ষা করছি।' তিনি বলেন, সিদ্ধান্ত অন্য কেউ নেয় কিন্তু সমস্যার জন্য রাজনীতিবিদদের দায়ী করা হয়।
আরও পড়ুন, মালদায় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক অর্থ, ভোটের আগে কোথায় নিয়ে যাচ্ছিলেন এত টাকা?
এদিকে, বিদেশমন্ত্রী ইশাক দারকে উপ প্রধানমন্ত্রী পদে নিয়োগ করল পাকিস্তান। পাকিস্তান মুসলিম লিগের প্রভাবশীল নেতা হিসেবে পরিচিত ইশাক। বিদেশমন্ত্রী হওয়ার পরেই ইশাক ভারতের সঙ্গে ব্যবসা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। পাকিস্তানি ব্যবসায়ীরা আবার ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করতে চায়। ফলে সেই ইশাককে উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে