India Coronavirus Updates: দেশে একদিনে প্রায় ৪০ শতাংশ বাড়ল মৃত্যু, স্বস্তি বাড়িয়ে ৩ লক্ষের নীচে নামল দৈনিক সংক্রমণ
Coronavirus India: করোনায় মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ। একদিনে প্রায় ৪০ শতাংশ বাড়ল মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৬১৪ জনের।
নয়া দিল্লি: পাঁচদিন পর অবশেষে দেশে (India) একদিনে কোভিড (Covid-19) আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নামল। তবে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬ হাজার ৬৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬১৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৯।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ২০২। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৯০ হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ১৫ দশমিক ৫২ শতাংশ।
করোনায় মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ। একদিনে প্রায় ৪০ শতাংশ বাড়ল মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৬১৪ জনের। যদিও পাঁচদিন পর দেশে করোনায় দৈনিক সংক্রমণ নামল ৩ লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন।
আরও পড়ুন, চিকিৎসক মাত্র ২ জন, ধুঁকছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগ
এদিকে, ধুঁকছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগ। চিকিৎসক মাত্র ২ জন। অপারেশন করার পাশাপাশি তাঁদেরই সামলাতে হয় আউটডোর। সমস্যায় রোগী ও তাঁদের পরিজনরা। চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্যভবনের কাছে আবেদন করেছে কর্তৃপক্ষ। ভয়ঙ্কর করোনা আবহে বাড়ির ছোটদের নিয়েও যখন সবার দুশ্চিন্তা, তখন উদ্বেগের এক অন্য ছবি ধরা পড়ল খাস কলকাতায়। ১৯৪৬ সালে, ভারতের প্রথম পেডিয়াট্রিক সার্জারি বিভাগ চালু হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
কিন্তু বর্তমানে চিকিৎসকের অভাবে ধুঁকছে হাজার হাজার শিশুর ভরসা এই গুরুত্বপূর্ণ বিভাগ। অবসর, বদলি-সহ বিভিন্ন কারণে, কলকাতা মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগে কমতে কমতে চিকিৎসকের সংখ্যা এসে দাঁড়িয়েছে ২-এ। তাঁদের মধ্যে একজন বিভাগীয় প্রধান এবং অন্যজন রেসিডেন্ট মেডিক্যাল অফিসার (RMO)।