INDIA Meeting in Mumbai : লোগো প্রকাশ থেকে বিজেপি বিরোধী লড়াইয়ে কৌশল আলোচনা, নজরে মুম্বইয়ের 'ইন্ডিয়া' বৈঠক
Opposition Meeting in Mumbai : INDIA জোটের তরফে কাউকে মুখ হিসেবে তুলে ধরা না হলেও, বিভিন্ন দল এনিয়ে মুখ খুলতে শুরু করেছে।
আশাবুল হোসেন, মুম্বই : বৃহস্পতিবার ও শুক্রবার মুম্বইয়ে (Mumbai) ফের বৈঠকে বসছে বিরোধীদের ইন্ডিয়া জোট (Opposition Meeting in Mumbai)। এই বৈঠক থেকেই বিরোধী জোটের লোগো প্রকাশ করা হবে। এদিকে, বিজেপি (BJP)-বিরোধী বিভিন্ন দলের তরফেই প্রধানমন্ত্রীর মুখ নিয়ে দাবিদাওয়া উঠতে শুরু করেছে। বুধবার মুম্বইয়ে পৌঁছে মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) এনিয়ে বলেন, এগুলো গৌণ বিষয়। অগ্রাধিকার দেশ বাঁচানো।
পাটনার বৈঠক থেকে পথ চলা শুরু। বেঙ্গালুরুর বৈঠকে হয়েছিল নামকরণ। এবার মুম্বইয়ে তৃতীয় বৈঠক থেকে সামনে আসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ার লোগো (Opposition INDIA Logo)। এই বৈঠকে যোগ দিতে, বুধবারই মুম্বই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার INDIA জোটের প্রাথমিক পর্যালোচনা বৈঠক রয়েছে। এরপর INDIA-র নেতাদের জন্য় নৈশভোজের আয়োজন করেছেন উদ্ধব ঠাকরে। শুক্রবার চূড়ান্ত বৈঠকে বসবে বিরোধী জোট।
সূত্রের দাবি, মুম্বইয়ের এই বৈঠক থেকে বিরোধী জোট INDIA-র লোগো প্রকাশ্য়ে আনা হবে। পাশাপাশি এই বৈঠকে INDIA-র একটি সমন্বয় কমিটিও তৈরি করা হবে। INDIA জোটের তরফে কাউকে মুখ হিসেবে তুলে ধরা না হলেও, বিভিন্ন দল এনিয়ে মুখ খুলতে শুরু করেছে। ছত্তীসগঢ়ের মুখ্য়মন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, তাঁরা রাহুল গান্ধীকেই (Rahul Gandhi) সামনে রেখে এগোচ্ছেন। নীতীশ কুমারকে নিয়ে একইরকম দাবি করেছে জেডিইউ। বুধবার আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর আবার জানিয়েছেন, তাঁরা কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী চান। বৈঠকের আগে মমতা বন্দ্য়োপাধ্য়ায় অবশ্য় এনিয়ে কিছু বলতে চাননি।
অমিতাভ বচ্চনের বাড়ি থেকে বেরিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, আমরা সবাই সমান। আমরা এই INDIA পরিবারের সদস্য়। আমরা ভারতের নাগরিক। আমরা দেশকে বাঁচাতে চাই। এগুলো গৌণ বিষয়। আমাদের অগ্রাধিকার হল INDIA-কে বাঁচানো। দেশকে বাঁচানো। PM-এর মুখ INDIA।
ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গেলেও, সম্প্রতি একাধিক সভা থেকে সিপিএম, কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আবার সিপিএম-কংগ্রেসও বারবার বুঝিয়ে দিয়েছে, এরাজ্য়ে তাদের লড়াই বিজেপি, তৃণমূল দু'দলের বিরুদ্ধেই। এখনও সেই অবস্থানেই অনড় তারা। এদিকে,
বিরোধী-জোট নিয়ে কটাক্ষ বিজেপির। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। বৈঠকের মতো বৈঠক করুক। বিজেপি ভয় পায় না।'
বৃহস্পতিবার যখন মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকবেন সনিয়া-রাহুল-মমতা বন্দ্য়োপাধ্য়ায়রা, তখন শুক্রবার ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনের প্রচারের জন্য় একমঞ্চে উপস্থিত থাকবেন মহম্মদ সেলিম ও অধীর চৌধুরী। ধুপগুড়িতে সিপিএম প্রার্থীকে সমর্থন করেছে কংগ্রেস। এখানে
তৃণমূল ও বিজেপির সঙ্গে লড়াই কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর।
আরও পড়ুন- দরজায় শরৎ, আসছেন 'মা', পুজোর আর বাকি ৫০ দিন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন