India Pakistan Conflict: পাকিস্তানের 'চরবৃত্তির' অভিযোগে ধৃত CRPF জওয়ানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ! 'পহেলগাঁওয়ে মোতায়েন ছিলেন মোতি রাম জাট..'
Pakistani Spy CRPF Jawan Update: ধৃত CRPF জওয়ানকে নিয়ে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য !

আবীর দত্ত, নয়াদিল্লি: পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে দিল্লি থেকে গতকাল NIA-র হাতে গ্রেফতার হন CRPF জওয়ান মোতি রাম জাট । ধৃত CRPF জওয়ানকে নিয়ে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্র মারফৎ খবর, 'পহেলগাঁওয়ে মোতায়েন ছিলেন ধৃত CRPF জওয়ান মোতি রাম জাট। পহেলগাঁওয়ে হামলার এক সপ্তাহ আগে তিনি দিল্লিতে মোতায়েন ছিলেন।
আরও পড়ুন, অরুণ গড়াই-মামলায় CBI তদন্তের দাবি, রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের কাছে দরবার শুভেন্দুর
পহেলগাঁওয়ে যখন মোতায়েন ছিলেন CRPF জওয়ান মোতি রাম জাট, ঘটনার ঠিক ৭ দিন আগে তাঁকে নিয়ে আসা হয় দিল্লিতে। এবং ASI Rank এই অফিসার, তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু অ্যাক্টিভিটি, যেটা সন্দেহজনক ছিল। সেখান থেকেই তাঁকে সন্দেহের চোখে দেখা হয়। পরে তাঁর মোবাইল খুঁটিয়ে দেখার পরেই, সিদ্ধান্ত নেওয়া হয় যে, তাঁকে পহেলগাঁও থেকে নিয়ে আসা হবে দিল্লিতে।
দিল্লিতে যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন বেশ কয়েকদিন ধরে তাঁর ফোনের উপর পরীক্ষা চলে। চলে জিজ্ঞাসাবাদ। এরপরেই ২১ মে তাঁকে বরখাস্ত করা হয়। জানা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। NIA তথ্য সংগ্রহ করার পর, তাঁকে গ্রেফতার করা হয়। তারপর তাকে হেফাজতে নেওয়া হয়। পহেলগাঁওয়ের কোনও তথ্য কি সে দিয়েছিল, এই ঘটনার সঙ্গে তার কি কোনও যোগ আছে ? এই প্রশ্ন উঠে এসেছে।
NIA-র দাবি, ২০২৩ সাল থেকে CRPF-এর এই অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল বলে তদন্তকারীদের সন্দেহ।সোশাল মিডিয়ায় পাকিস্তানের এক গুপ্তচরের সঙ্গে পরিচয় হয় CRPF-এর ASI-এর।অভিযোগ, তারপরই পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদেরকে সংবেদনশীল তথ্য পাঠাতে শুরু করেন মোতিরাম।
ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত তথ্য পাকিস্তান ইন্টেলিজেন্স অফিসার্স বা PIO-কে দিয়েছিলেন তিনি। তথ্যের বিনিময়ে পাকিস্তান থেকে মোটা অঙ্কের টাকা মোতিরামের কাছে আসত বলে অভিযোগ। সোমবার পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ আদালতে সিআরপিএফ জওয়ানকে পেশ করা হয়। তাঁকে ৬ দিনের NIA হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃত আধিকারিককে ইতিমধ্যেই বরখাস্ত করেছে CRPF.
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।






















