IND PAK Conflict: 'অপারেশন সিঁদুরে নিহত ১০০-র বেশি জঙ্গি', সাংবাদিক বৈঠকে বার্তা ভারতীয় সেনার
India Pakistan Ceasefire Violation Update: সীমান্ত পরিস্থিতির প্রেক্ষিতে গতরাতে স্বরাষ্ট্রমন্ত্রকে জরুরি বৈঠক। নর্থ ব্লকে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

Background
শনিবার ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতি ঘোষণার আগে শুক্রবারও নিজেদের দম দেখিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর ২৬টিরও বেশি জায়গায় আকাশপথে ঢোকার চেষ্টা করে পাকিস্তান। পাল্টা পাক সেনার একের পর এক লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা।
সীমান্ত পরিস্থিতির প্রেক্ষিতে গতরাতে স্বরাষ্ট্রমন্ত্রকে জরুরি বৈঠক। নর্থ ব্লকে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যসচিবরা। রাজ্যে রাজ্যে সিভিল ডিফেন্স আরও শক্তিশালী করতে বিস্তারিত আলোচনা। সীমান্তে সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার পর এবার ঘরের নিরাপত্তায় নজর।
দু'দেশ সংঘর্ষবিরতি ঘোষণা করলে, তা মানা উচিত। পাকিস্তানের নাম না করে চিনা বিদেশমন্ত্রীকে স্পষ্ট বার্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। সংঘর্ষ বিরতির ৩ ঘণ্টার মধ্যেই উধমপুরে হামলা! আখনুর সেক্টরে গুলি, নাগরোটা সেনা ক্যাম্পে সন্দেহভাজন জঙ্গির গুলি, আহত সেন্ট্রি।
দু-দেশের ডিজিএমও-র সঙ্গে কথা। ফের আলোচনা ১২ মে। সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত বহাল। গতকাল বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতি কার্যকর। ভারত-পাক সংঘর্ষ বিরতি। কেন ভারতের আগেই মার্কিন প্রেসিডেন্টের সংঘর্ষ বিরতির ঘোষণা? সেনার অসম্মানের অভিযোগ বিরোধীদের, মানতে নারাজ বিজেপি।
পাক হামলার জবাবে পাকিস্তানের সেনা ছাউনি-সহ ৮ এয়ারবেস ওড়াল ভারত। পিওকেতে জঙ্গিদের লঞ্চিং প্যাড ধ্বংস। গুজরাতে ৬টি পাক ড্রোন ধ্বংস। সিরসায় পাক ক্ষেপণাস্ত্র ধূলিসাৎ।
যে কোনও জঙ্গি কার্যকলাপই গণ্য হবে যুদ্ধ হিসেবে। পাক-সন্ত্রাসবাদ ধ্বংসে আরও বড় পদক্ষেপের পথে ভারত। ৩ সেনা প্রধান, ডোভাল, সিডিএসের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী।
IND PAK Conflict: জয়সলমেরে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত ব্ল্যাক আউট ঘোষণা
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জয়সলমেরে সন্ধে ৭.৩০ থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ব্ল্যাক আউট ঘোষণা। জেলা প্রশাসনের তরফে সব নাগরিককে অনুরোধ জানানো হয়েছে, তাঁদের বাড়ি ও আশেপাশের আলো বন্ধ রাখার জন্য।
IND PAK Tension: 'পাক হামলার চেষ্টা ব্যর্থ'
৮ মে থেকে লাগাতার হামলা পাকিস্তানের। ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ড্রোন। সীমান্তের প্রায় সব শহরকে টার্গেট। সব পাক ড্রোনকে নিষ্ক্রিয় করে ভারত। স্পষ্ট বার্তা ডিজিএমও।






















