India-Pakistan Conflict: 'সংঘর্ষ-বিরতি চুক্তি আর লঙ্ঘন করব না', ভারতের DGMO-কে আশ্বাস পাক DGMO-র : সূত্র
India-Pakistan Tension: ভারতের টানা এয়ার স্ট্রাইকে দিশাহারা হয়ে যায় পাকিস্তান। সূত্রের খবর, সেই সময় পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে।

নয়াদিল্লি : ভারতের প্রত্যাঘাতে টালমাটাল হয়ে গেছে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা। এদিন উভয় দেশের DGMO পর্যায়ের বৈঠকই তার প্রমাণ। ভারত-পাক সেনাবাহিনীর DGMO-র বৈঠক শেষ হয়ে গেছে। সেখানে 'সংঘর্ষ বিরতি চুক্তি আর লঙ্ঘন করব না' বলে ভারতের DGMO-কে জানিয়েছেন পাকিস্তানের DGMO। এমনই খবর সূত্রের। ভারতের প্রবল চাপের মুখে কার্যত পিছু হটল পাকিস্তান।
সূত্রপাত...
ভারতের টানা এয়ার স্ট্রাইকে দিশাহারা হয়ে যায় পাকিস্তান। সূত্রের খবর, সেই সময় পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে। এরপর মার্কিন বিদেশসচিব ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে বলেন, পাকিস্তান আলোচনা করতে চায়। তখনই জানিয়ে দেওয়া হয়, রাজনৈতিক স্তরে নয়, কথা হবে DGMO পর্যায়ে। তাতেই রাজি হয়ে যায় পাকিস্তান। এরপর আজ DGMO পর্যায়ের বৈঠক হয়। যা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সেখানে কার্যত 'আত্মসমর্পণ' করে পাকিস্তান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে এই বৈঠকের আগেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল ভারত। ভবিষ্যতে ভারত-পাক আলোচনা হবে পাক অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে, গতকাল এমন জানিয়েছে ভারত।
'শান্ত রাত’...
সংঘর্ষবিরতির পর গতরাত ‘শান্ত’ কেটেছে জম্মু কাশ্মীরে। নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে শোনা যায়নি গুলির শব্দ। সীমান্তের ওপার থেকে উড়ে আসেনি গোলা। গতকাল কাশ্মীর উপত্যকায় কোনও ব্ল্যাকআউটও হয়নি। আজ পর্যন্ত সব স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সেফ হাউস থেকে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। সীমান্তে এখনও কড়া প্রহরা। সেনার তরফে গতকালের রাতকে ‘গত কয়েক দিনে প্রথম শান্ত রাত’ বলে উল্লেখ করা হয়েছে।
লড়াই জঙ্গি ও জঙ্গি পরিকাঠামোর বিরুদ্ধে...
এদিন রাজধানীর বুকে উচ্চস্তরীয় সাংবাদিক বৈঠকে 'অপারেশন সিঁদুর'-এর বিস্তারিত বর্ণনা দেন ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর সিনিয়র কমান্ডাররা। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের হত্যার প্রত্যাঘাতে গত ৭ মে এই অপারেশন চালায় ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা এবং পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগসূত্রর কথা জানিয়েছে। সাংবাদিক বৈঠকে ডিরেক্টর জেনারেল এয়ার অপারেশনস এয়ার ভাইস মার্শাল একে ভারতী বলেন, "আমরা আবারও বলেছি যে আমাদের লড়াই জঙ্গি এবং তাদের সমর্থনকারী পরিকাঠামোর বিরুদ্ধে, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। তবে, এটা দুঃখের বিষয় যে পাকিস্তানি সেনাবাহিনী হস্তক্ষেপ করে জঙ্গিদের পক্ষে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের একই রকম প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে।"






















