India Pakistan Tension: জম্মুর শম্ভু মন্দির ও সংলগ্ন বসতি এলাকায় নিশানা পাকিস্তানের, হয়েছে ড্রোন আক্রমণ
Aap Shambhu Temple Jammu: জম্মুর রূপনগর এলাকায় রয়েছে এই বিখ্যাত আপ শম্ভু মন্দির। সেখানে এবং সংলগ্ন বসতি এলাকায় পাকিস্তানের তরফে ড্রোন হামলা হয়েছে।

India Pakistan Tension: পাকিস্তানের তরফে ক্রমাগত শত্রুতা চালানো হচ্ছে ভারতে। এবার নিশানায় জম্মুর বিখ্যাত শম্ভু মন্দির এবং বসতি এলাকার। একাধিক সশস্ত্র ড্রোন শনিবার রাত থেকেই এই জায়গাগুলিকে নিশানা করে ছোড়া হয়েছে। সাধারণ নাগরিকদের বিপদে ফেলা এবং ধর্মীয় স্থানকে অশান্ত করার জন্য। তবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আশ্বাস দিয়ে এই বার্তাও দেওয়া হয়েছে যে ভারতের সশস্ত্র বাহিনী সজাগ রয়েছে এবং জাতির সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।
Pakistan continued its hostilities on 10 May 2025 by targeting places of worship like the famous Shambhu Temple and residential areas in Jammu. Multiple armed drones have been sent through the night, endangering civilians and religious sites. The Indian Armed Forces remain… pic.twitter.com/o317h7XChC
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) May 10, 2025
#WATCH | Jammu, J&K | CM Omar Abdullah arrives at Aap Shambhu Temple, in Roop Nagar, where a strike occurred earlier as Pakistan targeted civilian areas. pic.twitter.com/ikYUlsGDXP
— ANI (@ANI) May 10, 2025
জম্মুর রূপনগর এলাকায় রয়েছে এই বিখ্যাত আপ শম্ভু মন্দির। সেখানে এবং সংলগ্ন বসতি এলাকায় পাকিস্তানের তরফে ড্রোন হামলা হয়েছে। এলাকা পরিদর্শনে গিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। হামলার খবর পাওয়ার পরেই জম্মু ও কাশ্মীরের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড (এসডিআরএফ), স্থানীয় পুলিশ, প্রশাসন এবং অন্যান্য এজেন্সির লোক পৌঁছে গিয়েছিলেন আপ শম্ভু মন্দির এলাকায়। এক এসডিআরএফ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এসডিআরএফ- এর আধিকারিক রাশপাল সিং জানিয়েছেন, তাঁদের টিম সেখানে রয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিছু ধ্বংসাবশেষ খোলা জায়গায় পড়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। জম্মু পুলিশ এবং অন্যান্য এজেন্সির তরফে এইসব ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে বলেও জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই মারফত।
#WATCH | J&K | SDRF personnel Rashpal Singh says, "...Our team is here. There is no causality... The projectile debris fell in the open." https://t.co/IDErufnqLH pic.twitter.com/5V3tIPGxtF
— ANI (@ANI) May 10, 2025
সংবাদসংস্থা এএনআই- কে শম্ভু মন্দির এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, 'মন্দিরের মূল দরজায় সকাল বেলায় অনেকেই প্রার্থনা করতে যান। তবে সাইরেন বাজতে থাকায় মানুষ সতর্ক ছিল। তাই কম সংখ্যক লোক ছিল। ওই এলাকায় যে বাড়ি ছিল, তাঁরা এখন থাকেন না। বাড়ি বিক্রি করে চলে গিয়েছেন।' ওই ব্যক্তি এও জানিয়েছেন, 'পাকিস্তানের তরফে এ হেন ন্যাক্কারজনক হামলার কড়া জবাব দেওয়া হবে ভারতের তরফে। এমন জবাব দেওয়া হবে যে বিশ্ব কেঁপে যাবে।'
#WATCH | A local says, "...It is the main gate of Shambhu temple where people come to offer prayers early in the morning, but the siren was activated, and hence fewer people were here. Pakistan will face a fitting reply..." https://t.co/IDErufnqLH pic.twitter.com/pWbcx5omXt
— ANI (@ANI) May 10, 2025





















