India Pakistan Tension: হরিয়ানার সিরসায় পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস, কামাল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের !
Pakistani missile Ruined In Sirsa : একের পর এক ভারতীয় প্রত্যাঘাতে আকাশেই গুঁড়িয়ে গেল ফতেহ্ ওয়ান মিসাইল

নয়াদিল্লি: ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কামাল। হরিয়ানার সিরসায় পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস। একের পর এক ভারতীয় প্রত্যাঘাতে আকাশেই গুঁড়িয়ে গেল ফতেহ্ ওয়ান মিসাইল।
আরও পড়ুন, ভারতের প্রত্যাঘাতের পরই, জরুরি বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী !
পাকিস্তানি হামলার প্রত্য়াঘাত ভারতের। পাঞ্জাবের অমৃতসর এবং জলন্ধরে পাক ড্রোন নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী। ANI সূত্রে খবর, রাত বাড়তেই সীমান্তবর্তী জেলা ফিরোজপুর-সহ পাঞ্জাবের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালায় পাকিস্তান। সীমান্ত এবং LOC সহ ২৬টি জায়গায় পাক-ড্রোন দেখা গেছে। ফিরোজপুরে পাক-ড্রোন ভেঙে পড়ায় আহত হয়েছেন কয়েকজন স্থানীয়। রাজস্থানের বারমেঢ়ে পাক ড্রোন নামিয়েছে ভারতীয় সেনা।
পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে হামলা চালাল ভারত। ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডিতে নুর খান এয়ারবেস, চাকওয়ালের মুরিদ, শোরকোটের রফিকি, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেস। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তান সেনার তরফে দাবি করা হয়েছে লাহৌরে ব্য়ালিস্টিক মিসাইল নিয়ে হামলা চালিয়েছে ভারত, খবর ANI সূত্রে।
পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে প্রত্যাঘাত ভারতের। পাকিস্তানের ৫টি এয়ারবেস ভারতের প্রত্যাঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত। পাকিস্তানের ৫টি সেনাঘাঁটি ছাড়াও একাধিক আর্মি ইন্সটলেশনে প্রত্যাঘাত করা হয়েছে বলে খবর।পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা এয়ারবেসে সকালে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডিতে নুর খান এয়ারবেস। চাকওয়ালের মুরিদ, শোরকোটের রফিকি, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেসেও আগুন জ্বলছে। এই ৫টি জায়গাতেই অস্ত্রের ভাণ্ডার মজুত ছিল, জানিয়েছে ভারতীয় সেনা।
ফের পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিল ভারত। কখনও ডিফেন্সিভ অ্যাটাকে হামলা করতে আসা মিসাইল, ড্রোন থেকে পাক-যুদ্ধবিমান, পরপর গুঁড়িয়ে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400।আবার কখনও পুরোদস্তুর অ্যাটাকিং মোডে পাকিস্তানে ঢুকে করা হল জোরালো প্রত্যাঘাত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে লাহোর বাহাওয়ালপুর, শিয়ালকোট -এর মতো পাকিস্তানের একের পর এক গুরুত্বপূর্ণ শহরগুলিকে টার্গেট করে ভারতীয় সেনাবাহিনী আরও একবার বুঝিয়ে দিল, শত্রুদের শিক্ষা দিতে কতটা সুকৌশলে ঘুঁটি সাজিয়েছে তারা।এই পরিস্থিতিতে আরও একবার সামনে চলে এল পাক-অন্দরমহলের নাস্তানাবুদ অবস্থা।একের পর এক পাকিস্তানের সাংসদের মুখে শোনা যাচ্ছে নিজেদের প্রশাসনেরই তীব্র সমালোচনা!
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















