India-Pakistan Relations : ভয়ে কাঁপছে পাকিস্তান, রাওয়ালপিণ্ডির ক্রিকেট স্টেডিয়ামের কাছে আছড়ে পড়ল ড্রোন; শহরজুড়ে আতঙ্ক !
Operation Sindoor: 'অপারেশন সিঁদুর' রাতের ঘুম কেড়ে নিয়েছে পাকিস্তানের। ভারতের প্রত্যাঘাতের পর কার্যত আতঙ্কে পাকিস্তান।

নয়াদিল্লি : এবার রাওয়ালপিণ্ডিতে ড্রোন আক্রমণ । রাওয়ালপিণ্ডির ক্রিকেট স্টেডিয়ামের কাছে আছড়ে পড়ল ড্রোন। গোটা শহরজুড়ে আতঙ্ক । আজ রাতে রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল । পাকিস্তান সুপার লিগে পেশওয়ার ও করাচির মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল আজ রাত ৮টায়।
'অপারেশন সিঁদুর' রাতের ঘুম কেড়ে নিয়েছে পাকিস্তানের। ভারতের প্রত্যাঘাতের পর কার্যত আতঙ্কে পাকিস্তান। ইসলামাবাদে নাগরিকদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করে মাইকে প্রচার করছে পাক প্রশাসন। সন্ধে ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাওয়ালপিন্ডিতে ব্ল্যাকআউট। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে নির্দেশিকা। নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া শিয়ালকোট-ছাম্ব সেক্টরের আশেপাশের এলাকায় সমস্ত গ্রাম খালি করা হয়েছে। সেনা চৌকি, পুলিশ স্টেশন ও হাসপাতালকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পাক প্রশাসন। দেশজুড়ে চিকিৎসক, নার্সিং স্টাফ এবং প্যারা মেডিক্যাল কর্মীদের ছুটি বাতিল করেছে পাক সরকার। এদিকে ভারত যেখানে টার্গেট করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, সেখানে নিরস্ত্র, নিরীহ ভারতীয় নাগরিকদের টার্গেট করছে পাক সরকার। পাক সেনার ছোড়া গোলায় পুঞ্চে ক্ষতিগ্রস্ত বাস স্ট্যান্ড। বাসের জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে গেছে। পাক সেনার ছোড়া গোলায় ভেঙে পড়েছে পুঞ্চের গুরদোয়ারা। পুঞ্চ শহরে এমন হামলা এই প্রথম। স্থানীয়দের প্রশ্ন, ভারতের প্রত্যাঘাতে টার্গেট করা হয়েছিল জঙ্গিদের, তাহলে পাক গোলায় কেন মরতে হচ্ছে নিরপরাধ নাগরিকদের?
এরই মধ্যে জানা যাচ্ছে, ভারতের ১৫টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান। ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিকে টার্গেট করা হয়েছিল। যদিও পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত। সূত্রের খবর, কাল রাতে ভারতের ১৫টি শহরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। এছাড়াও, শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলন্ধর, চণ্ডীগড়, লুধিয়ানা, অবন্তীপোরা, জম্মু, ভাটিন্ডা, কাপুরথালা, আদমপুর, ভুজকেও টার্গেট করেছিল পাকিস্তান। পাকিস্তানের বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। যেগুলি নিরস্ত্র করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সংবাদ সংস্থা এএনআই-কে সূত্র জানিয়েছে, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে HARPY ড্রোন ব্যবহার করে ভারত। এরপর ভারতের শহরগুলিকে টার্গেট করা ক্ষেপণাস্ত্র গুলি করে নামাতে ভারত ব্যবহার করে রাশিয়ার তৈরি S-400 ডিফেন্স সিস্টেম। সরকার জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। যা ভারতের কাছে প্রমাণ হিসাবে থাকবে। ভারত বরাবর বলে আসছে, পাকিস্তান জঙ্গিদের মদত দেয়। ভারতের বিরুদ্ধে বরাবর জঙ্গি-মদত দিয়ে আসছে তারা।





















