India Pakistan Tension News LIVE: ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত সন্ত্রাসে মদতদাতা পাকিস্তান
India Pakistan War News LIVE Updates: পাক হামলার পাল্টা অ্যাকশনে ভারতীয় সেনা, দেশের সব দিকের প্রতি মুহূর্তের আপডেটস দেখুন একনজরে

Background
নয়াদিল্লি: ভারতের প্রত্যাঘাত, পতনের পথে পাকিস্তান? অ্যাকশনে INS বিক্রান্ত, জ্বলল করাচি বন্দর। টার্গেট ইসলামাবাদ ও লাহৌর-সহ পাকিস্তানের ১৬টা শহর। কোথাও মিসাইল হানা, কোথাও ঢুকল ড্রোন, তছনছ পাকিস্তান। হামলার পাল্টা প্রতিরোধ, ৩ পাক যুদ্ধবিমানকে ধ্বংস করল ভারতীয় সেনা। ভয়ঙ্কর প্রত্যাঘাতের বিবরণ দিতে আজ সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রক। সংঘাত থামাতে বার্তা আমেরিকার, পাকিস্তান যাচ্ছেন সৌদির বিদেশমন্ত্রী।
India Pakistan Tension: ভারতের প্রত্যাঘাতে দিশেহারা, তবুও নির্লজ্জ পাকিস্তান
ভারতের প্রত্যাঘাতে দিশেহারা, তবুও নির্লজ্জ পাকিস্তান। সাম্বা সেক্টরে বিএসএফের গুলিতে নিহত ৭ পাক জঙ্গি। পাক গোলার আড়ালে অনুপ্রবেশের ছক বানচাল। পাকিস্তানের ধান্দার পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি
India Pakistan War: ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত সন্ত্রাসে মদতদাতা পাকিস্তান
ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত সন্ত্রাসে মদতদাতা পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের কাহুটায় পাক ফরোয়ার্ড পোস্ট ধ্বংস। ভোর ৫.৪৪: পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা চৌকি ধ্বংস । ভারতে ঢুকে হামলার চেষ্টা চালিয়ে নাস্তানাবুদ পাকিস্তান






















