India vs England 3rd test: মোতেরায় যাচ্ছেন না, ট্যুইট করে জানালেন সৌরভ
Sourav Ganguly in Motera Test 2021: মোতেরায় যাচ্ছেন না বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ট্যুইট করে নিজেই জানালেন সৌরভ। আমেদাবাদের মোতেরায় আজ থেকে শুরু ভারত ও ইংল্যান্ডের চলতি সিরিজের তৃতীয় টেস্ট। এদিন স্টেডিয়ামের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
কলকাতা: মোতেরায় যাচ্ছেন না বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ট্যুইট করে নিজেই জানালেন সৌরভ। আমেদাবাদের মোতেরায় আজ থেকে শুরু ভারত ও ইংল্যান্ডের চলতি সিরিজের তৃতীয় টেস্ট। এদিন স্টেডিয়ামের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিসিসিআইয়ে পদস্থ আধিকারিকরা।
উল্লেখ্য, কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। দুই দফায় তাঁর শরীরে দুটি স্টেন্ট বসেছিল। এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি।
চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
মোতেরায় ভারত ও ইংল্যান্ডের চলতি সিরিজের তৃতীয় টেস্ট হবে দিন-রাতের। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে চলতি সিরিজের একমাত্র গোলাপি বলের টেস্ট হচ্ছে। এটি হবে ভারতে দ্বিতীয় গোলাপি টেস্ট।
সৌরভের ট্যুইট- আজ স্টেডিয়ামে থাকতে পারব না.. কী অসাধারণ প্রচেষ্টায় তা গড়ে তোলা হয়েছে, গোলাপি বলের টেস্ট আমাদের স্বপ্ন এবং ভারতে দ্বিতীয়বার গোলাপি বলের টেস্ট হচ্ছে। শেষবারের মতো এবার প্রধানমন্ত্রী ও অমিত শাহর উপস্থিতিতে মোতেরার স্ট্যান্ড ভরে উঠবে বলে আশা করছি।