Covid-19 : মুম্বইয়ের বিভিন্ন হাসপাতালেও করোনার থাবা, ৩ দিনে সংক্রমিত ২৩০ চিকিৎসক
Mumbai hospitals : মহানগর কলকাতাতেও (Kolkata) লাফিয়ে বাড়ছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ...
মুম্বই : করোনা সংক্রমণ বেড়েই চলেছে। একের পর এক চিকিৎসকের সংক্রমিতের খবর পাওয়া গেছে এরাজ্যে। এবার একই চিত্র ধরা পড়ল মুম্বইয়েও। "গত তিন দিনে মুম্বইয়ের বিভিন্ন হাসপাতালে ২৩০ জন রেসিডেন্ট ডাক্তার (Resident Doctors) করোনায় আক্রান্ত হয়েছেন", এমনই জানিয়েছেন মহারাষ্ট্র (Maharashtra) অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস ও জেজে হাসপাতালের প্রেসিডেন্ট গণেশ সলুঙ্কে।
মহানগর কলকাতাতেও (Kolkata) লাফিয়ে বাড়ছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ। এরই মধ্যে এনআরআস হাসপাতালে আক্রান্তর সংখ্যা বেড়ে ১৯৮ জন। আর জি কর-এ আক্রান্তর সংখ্যা ১২৪ জন। কলকাতা মেডিক্যালে সংক্রমিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২৫০ পার। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে আক্রান্ত ১৮৪ জন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী।
আরও পড়ুন ; বেলাগাম সংক্রমণ, কলকাতায় কনটেনমেন্ট জোন বেড়ে ৪৮
অন্যদিকে, করোনায় বেহাল ঝাড়গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা। জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সহ একাধিক চিকিৎসক আক্রান্ত। সংক্রমণের থাবা করোনা পরীক্ষার ল্যাবেও। ৬ টেকনিশিয়ানের মধ্যে ৫ জনই করোনা আক্রান্ত। বেলপাহাড়ি হাসপাতালের মেডিক্যাল অফিসার সহ একাধিক স্বাস্থ্যকর্মী সংক্রমিত। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালেও ডাক্তার, নার্স সহ ৮ জন আক্রান্ত।
দ্বিতীয় টিকা নিয়েও করোনায় আক্রান্ত হুগলির (Hooghly News) পোলবা (Polba) হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের একাংশ। হাসপাতালের তিন নার্স এবং এক জন চিকিৎসকের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। তাঁরা বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। পোলবার ব্লক মেডিক্যাল অফিসার কৌশিক মণ্ডল জানিয়েছেন, পোলবা-দাদপুর ব্লকে সংক্রমণ ক্রমশ বাড়ছে।
অন্যদিকে, গতকালের তথ্য অনুযায়ী দেশে করোনায় দৈনিক সংক্রমণ একলাফে বেড়েছে ৫৫%। ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ছাড়িয়েছে আক্রান্তর সংখ্যা। গত ৮ দিনে দেশে ৬ গুণেরও বেশি সংক্রমণ। সংক্রমণের হার দশমিক ৭৯ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশ পার। সংক্রমণের হারে মহারাষ্ট্রের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। দেশের ২৮ জেলার পরিস্থিতি সবথেকে ভয়াবহ। ১০ শতাংশের উপরে সংক্রমণের হার দেশের ২৮ জেলায়।