Innerwear Controversy News: মহিলা নিট পরীক্ষার্থীদের অন্তর্বাস খোলানোর অভিযোগে কেরলে ধৃত ৫
Arrest In Innerwear Controversy: নিট-পরীক্ষার্থীকে জোর করে অন্তর্বাস খোলানোর অভিযোগে ৫ মহিলাকে গ্রেফতার করল কেরল পুলিশ। পাশাপাশি ঘটনার সত্যতা বিচার করতে আলাদা করে একটি তথ্যানুসন্ধান কমিটি গড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
তিরুবনন্তরপুরম: নিট-পরীক্ষার্থীকে (NEET) জোর করে অন্তর্বাস (innerwear) খোলানোর অভিযোগে ৫ মহিলাকে গ্রেফতার (arrest) করল কেরল (kerala) পুলিশ (police)। পাশাপাশি ঘটনার সত্যতা বিচার করতে আলাদা করে একটি তথ্যানুসন্ধান কমিটি গড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সূত্রের খবর, নিট পরীক্ষার্থীর অন্তর্বাস খোলানোর অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। তার পরই তথ্যানুসন্ধান কমিটি (fact finding committe) গড়ল এনটিএ।
তৎপর কেন্দ্রীয় সরকার
গত রবিবার নিট পরীক্ষার সময় কেরলের কোল্লাম জেলার এক পরীক্ষাকেন্দ্রে মহিলা পড়ুয়াদের অন্তর্বাস খোলানো হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমে বিষয়টি আলোড়ন তুলতেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ওই পরীক্ষাকেন্দ্র সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করতে বলে এনটিএ-কে। পরীক্ষা আয়োজক সংস্থাটি এদিন যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা কোল্লাম জেলার ওই কেন্দ্রে গিয়ে সবটা জানবেন। কথা বলা হবে সব তরফের সঙ্গে। কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত হবে, দাবি সংবাদসংস্থা এএনআই-র।
ভয়ঙ্কর অভিযোগ...
সোমবার এক পরীক্ষার্থীর বাবা এই মর্মে পুলিশে অভিযোগ করেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'দুপুর ১২টা নাগাদ পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছিলাম। কিছু ক্ষণ পরে পরীক্ষায় দায়িত্বে থাকা আধিকারিকরা আমাদের কাছে একটি শাল চেয়ে নেন। তখন বুঝিনি। কিন্তু ও (পরীক্ষার্থী) বেরিয়ে আসার পর টের পেলাম কী ভয়ঙ্কর চাপ গিয়েছে।' অভিভাবকদের দাবি, ওই পরীক্ষার্থীর অন্তর্বাসে ধাতব কিছু পাওয়া গিয়েছিল। তাই তাঁকে অন্তর্বাস খুলিয়ে পরীক্ষা দিতে বলা হয়েছিল। একা তিনি নন, একই ঘটনা আরও পরীক্ষার্থীর সঙ্গে ঘটেছে বলেও অভিযোগ। তীব্র 'অপমানে' গোটা পরীক্ষার সময়টাই তীব্র মানসিক অস্বস্তিতে কেটেছে তাঁদের। ফলে ঠিকঠাক পরীক্ষাও দিতে পারেননি তাঁরা। তার খেসারত কে দেবে?প্রশ্ন উঠেছিল।
সূত্রের খবর, ধৃত পাঁচ মহিলার বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা হয়েছে। এবার কমিটি গড়ল এনটিএ।
আরও পড়ুন:বাগদা কি স্কটল্যান্ডের পাশে, চন্দনকে তলব প্রসঙ্গে মন্তব্য হাইকোর্টের