Air India Express: যাওয়ার কথা ছিল শ্রীনগরে, কেন মাঝ আকাশ থেকেই দিল্লি ফিরে এল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ?
Air India Express Flight Returned Delhi: আমদাবাদের বিমান বিপর্যয়ের পর দেশজুড়ে আসছে একের পর এক উড়ানের নানা সমস্যার খবর, কেন ফিরে এল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ?

নয়াদিল্লি: আমদাবাদের বিমান বিপর্যয়ের পর থেকে সেফটি ইস্যু নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। বাড়তি সতর্ক অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। একাধিক সতর্কতার পরীক্ষাকে বাধ্যতামূলক করেছে DGCA. যদিও এতকিছুর পরেও সারা দেশ থেকেই আসছে একের পর এক খবর। কখনও যান্ত্রিক ত্রুটি বা কখনও অন্য ইস্যুতে বিমান ফেরৎ পাঠানোর খবর আসছে গত কয়েকদিন ধরেই। এই তালিকায় এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো-কেউ নেই বাদ। এবার দিল্লি থেকে শ্রীনগরগামী ভায়া জম্মু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস উড়ানটি অবতরণের আগে ফেরৎ আনা হয়েছে। কিন্তু কেন গন্তব্যে পৌঁছনোর আগেই ফেরানো হল ওই বিমান ?
মূলত এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানের জিপিএস বিঘ্নিত হওয়ার কারণেই সন্দেহ উঁকি দেয় পাইলটের মনে। এরপরেই শ্রীনগরে পৌঁছনোর আগেই IX 2564 এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে ফিরিয়ে আনা হয়।






















