Amit Shah On Nagaland: নাগাল্যান্ডে গুলিচালনার ঘটনায় দুঃখপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
Amit Shah On Nagaland Firing: নাগাল্যান্ড (nagaland)-গুলিকাণ্ডে সংঘাতে কেন্দ্র ও রাজ্য। আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল নাগাল্যান্ড পুলিশ (police)।
নয়াদিল্লি: নাগাল্যান্ডে (nagaland) গুলি চালানোর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। এছাড়া এই ঘটনায় মর্মাহত কেন্দ্রীয় বাহিনী, এমনটাই লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (home minister) অমিত শাহ। তিনি বলেন, ''জঙ্গি-তথ্য পেয়েই অভিযান চালায় সেনা বাহিনী। সেই সময় ওই এলাকায় একটি গাড়ি ঢুকে পড়ে। থামতে বললে গতি বাড়িয়ে পালাতে যায় গাড়িট। জঙ্গি সন্দেহে গাড়িতে গুলি চালায় সেনা। গাড়িতে থাকা ৮ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। পাল্টা সেনা চৌকিতে হামলা চালায় স্থানীয়রা। বাহিনীর একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আত্মরক্ষার্থে ফের গুলি চালাতে হয়। বাহিনীকে। ফের মৃত্যু হয় ৭ গ্রামবাসীর।
নাগাল্যান্ড (nagaland)-গুলিকাণ্ডে সংঘাতে কেন্দ্র ও রাজ্য। আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল নাগাল্যান্ড পুলিশ (police)। এফআইআরে উল্লেখ, স্থানীয় পুলিশকে না জানিয়ে, তাদের সাহায্য না চেয়েই অভিযান চালানো হয়। সাধারণ নাগরিকদের খুন ও আহত করাই ছিল নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য। অসম রাইফেলসের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ নাগাল্যান্ড পুলিশের। এদিকে, মন জেলায় জারি হয়েছে কার্ফু। এদিন নিহত গ্রামবাসীদের শেষকৃত্যে যোগ দেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিয়ু। অন্যদিকে, নাগাল্যান্ড-গুলিকাণ্ডের জেরে আফস্পা বাতিলের দাবি জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
স্থানীয়দের হামলায় এক জওয়ানেরও মৃত্যু হয়। পরে অসম রাইফেলসের দফতরেও হামলা চালায় বিক্ষোভকারীরা। ফের গুলিতে মৃত্যু হয় একজনের। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় হয়েছে। একমাসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, নাগাল্যান্ড-গুলিকাণ্ডে সংঘাতে কেন্দ্র ও রাজ্য। আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল নাগাল্যান্ড পুলিশ। এফআইআরে উল্লেখ, স্থানীয় পুলিশকে না জানিয়ে, তাদের সাহায্য না চেয়েই অভিযান চালানো হয়। সাধারণ নাগরিকদের খুন ও আহত করাই ছিল নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য। অসম রাইফেলসের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ নাগাল্যান্ড পুলিশের। এদিকে, মন জেলায় জারি হয়েছে কার্ফু। এদিন নিহত গ্রামবাসীদের শেষকৃত্যে যোগ দেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিয়ু। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সেনার তরফে এই ঘটনায় Court of Inquiry-র নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে গুলিকাণ্ডের জেরে আফস্পা বাতিলের দাবি জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীও।