April Fool's Day 2022: আজ এপ্রিল ফুল'স ডে, কারও ক্ষতি না করে ফিরে যান শৈশবের দিনগুলিতে
April Fool's Day 2022: এখনও ভেবে উঠতে পারছেন না কীভাবে কাউকে 'বোকা' বানাবেন ? মজাটা করবেন কীভাবে ?
নয়া দিল্লি : মজার দিন, কৌতূকের দিন। আজ এপ্রিল ফুলস ডে (April Fool's Day)। গোটা বিশ্বজুড়ে দিনটা পালিত হচ্ছে। এখনও ভেবে উঠতে পারছেন না কীভাবে কাউকে 'বোকা' বানাবেন ? মজাটা (Jokes) করবেন কীভাবে ?
কারও ক্ষতি না করে কীভাবে মজা করবেন ?
- কাছের কোনও মানুষ হয়তো ঘুম থেকে উঠতে দেরি করছেন, আবার ঘুম থেকে উঠেও চোখ খুলতে পারছেন না। মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে নিল ভাল হত। এরকম কেউ থাকলে তার সামনে টুথব্রাশ এগিয়ে দিন। তবে, ব্রাশে টুথপেস্টের পরিবর্তে লাগিয়ে দিন ক্রিম চিজ বা ঠান্ডাজাতীয় কোনও পেস্ট(ক্ষতিকারক নয় এমন)। ঘুমের ঘোরে আপনার কাছের মানুষটি যখনই ব্রাশ করতে যাবেন তখনই চিৎকার করে উঠুন এপ্রিল ফুল বলে।
- কোল্ড ড্রিঙ্কের সঙ্গে মজা করে প্লাস্টিকের খেলনাজাতীয় ছাড়পোকা মিশিয়ে দিতে পারেন। যখনই চুমুক নিতে যাবেন আপনার কাছের মানুষটি, তখনই বুঝতে পারবেন আপনি তাঁকে বোকা বানিয়েছেন।
- এমনকী হঠাৎ করে ভয় দেখানোর জন্য ড্রয়ার বা বালিশেও রেখে দিতে পারেন প্লাস্টিকের ছাড়পোকা।
কীভাবে এই দিনটি পালন শুরু হল ? এনিয়ে নানা রকমের মত আছে ঐতিহাসিকদের। কোনও কোনও বিশেষজ্ঞ বলছেন, নতুন ক্যালেন্ডার অনুযায়ী এর উদযাপন, আবারও কেউ কেউ বলেন, ঋতু পরিবর্তনের সঙ্গে বিষয়টি সম্পর্কিত। History.com-এর রিপোর্ট অনুযায়ী, ত্রয়োদশ পো গ্রেগরি ছিলেন এপ্রিল ফুল ডে-র সেলিব্রেশনের হোতা। তিনিই পুরনো জুলিয়ান ক্যালেন্ডারকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার দিয়ে স্থানান্তরিত করতে বলেন। পুরনো জুলিয়ান ক্যালেন্ডারে, মানুষ মার্চের শেষে বা পয়লা এপ্রিল নতুন বছর উদযাপন করে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, পয়লা জানুয়ারি নতুন বছর উদযাপন ঠিক হয়। নতুন ক্যালেন্ডারের এই পরিবর্তন মেনে নেয় ফ্রান্স। কিন্তু, কিছু ইউরোপিয়ান এই পরিবর্তন মেনে নিতে অস্বীকার করেন। তাই তাঁরা পুরনো জুলিয়ান ক্যালেন্ডারই মেনে চলেন এবং মার্চের শেষে বা এপ্রিলে নতুন বছর উদযাপন শুরু করেন। এই মতামতে বিশ্বাসী মানুষকে নিয়ে ভুলভাবে নতুন বছর উদযাপনের জন্য বিদ্রুপ করা শুরু হয়।