Assam floods: রেললাইনে কাত হয়ে আস্ত ট্রেন! আতঙ্কের ৪৮ ঘণ্টা কাটালেন ২ হাজারেরও বেশি যাত্রী
Assam flood : ৪৮ ঘণ্টা আটকে থাকার পরে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেলেন ২টি ট্রেনের প্রায় ২ হাজার ৮০০ জন যাত্রী।
নয়াদিল্লি : অসমের (Assam) হাফলঙে কাদা-জলের স্রোতে রেললাইনে আটকে পড়ে উল্টে গেল আস্ত ট্রেন। জলের তোড়ে ভেসে যাওয়ার উপক্রম।
প্রবল বৃষ্টিতে ভাসছে অসম
ভয়ঙ্করভাবে ট্রেনের মধ্যেই আটকে ছিলেন ২ হাজারেরও বেশি যাত্রী। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভাসছে অসম (rains in Assam। এরই মধ্যে অসমের হাফলং-এ রেললাইনে কাত হয়ে পড়ে আস্ত ট্রেন! ট্র্যাকের ওপর দিয়ে এখনও বইছে কাদার স্রোত। এভাবে ৪৮ ঘণ্টা আটকে থাকার পরে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেলেন ২টি ট্রেনের প্রায় ২ হাজার ৮০০ জন যাত্রী।
আরও পড়ুন :
জোরাল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ,ভাসছে অসম, বঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি
ভারী বৃষ্টি এবং ধস
ভারী বৃষ্টি ও ব্যাপক ধসের জেরে অসমের ডিমা হাসাও জেলার হাফলংয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। ট্রেনে আটকে পড়া অধিকাংশ যাত্রীকে এয়ার লিফট করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জানিয়েছে, ভারী বৃষ্টি এবং ধসের জেরে গত শনিবার থেকে লামডিং-বদরপুর রুটে ১৮টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেললাইন মেরামতির কাজ ।
অন্যদিকে, হোজাইতে জলের তোড়ে ভেসে গেল হাতিও। সমস্ত নদীতেই জলোচ্ছ্বাস। আরও বৃষ্টির পূর্বাভাস। উত্তর-পূর্ব ভারতে একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে।
মাটি ধসে তিনজন নিহত
সরকার বুলেটিনে বলা হয়েছে, হাফলং সার্কেলে মাটি ধসে তিনজন নিহত হয়েছেন এবং ৫৭,১১৯ জন বন্যাদুর্গত। সর্বশেষ বুলেটিন অনুসারে, আসামে ৬ মে থেকে ৫৪৫.৬৬ মিমি বৃষ্টিপাত হয়েছে। অবিরাম বর্ষণে ১৪ টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভাসছে বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, কাছাড়, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, হোহাই, কার্বি আংলং, কোকরাঝাড়, লখিমপুর, নাবালগাঁও, জোড়হাট ও কামরুপ । ভূমিধসে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে ডিমা হাসাও, হাইলাকান্দি এবং করিমগঞ্জ।
ভারী বৃষ্টিপাতের কারণে জাতীয়সড়ক এবং পাঁচটি রাজ্যসড়ক ক্ষতিগ্রস্ত । বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ নেই।