West Bengal Weather : জোরাল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ,ভাসছে অসম, বঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি
West Bengal Weather : ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোথাও কোথাও
সঞ্চয়ন মিত্র, কলকাতা : জোরাল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার প্রভাবে আগামী ৪-৫ দিন উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে এ রাজ্যের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে।
উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার ও আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোথাও কোথাও । ঝড়ের আশঙ্কা নেই।
কলকাতা শহরের আবহাওয়ায় খুব পরিবর্তন না হওয়ারই কথা। আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে গরম থেকে সুরাহার বার্তা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
Daily Weather video (Hindi) Dated 16.05.2022
— India Meteorological Department (@Indiametdept) May 16, 2022
You Tube Link: https://t.co/Xt3hKPBcw5
facebook link: https://t.co/uragJ6zvTm
অসমে বন্যা পরিস্থিতি অসমের ডিমা হাসাও জেলার হাফলংয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। ট্রেনে আটকে পড়া অধিকাংশ যাত্রীকে এয়ার লিফট করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জানিয়েছে, ভারী বৃষ্টি এবং ধসের জেরে গত শনিবার থেকে লামডিং-বদরপুর রুটে ১৮টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেললাইন মেরামতির কাজ । কেদারে প্রবল বৃষ্টি কেদারনাথ মন্দিরের চূড়া ঢেকেছে মেঘে। সেখানে দিনেই নেমেছে সন্ধে। সঙ্গে ভারী বৃষ্টি, চলছে তুষারপাত। মেঘ-কুয়াশায় ঢাকা পড়েছে কেদারনাথ মন্দির। রুদ্রপ্রয়াগেও চলছে বৃষ্টি। প্রবল বৃষ্টি আর হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই চলছে কেদার দর্শন।