(Source: ECI/ABP News/ABP Majha)
Ambubachi Mela Restrictions : অম্বুবাচী মেলা উপলক্ষে একাধিক বিধি-নিষেধ, কামাখ্যার প্রধান দরজা বন্ধ থাকছে ৩দিন
Kamakhya : জেলা প্রশাসনের অনুমোদপ্রাপ্ত সংস্থা গাইডলাইন মেনে নির্দিষ্ট ক্যাম্প থেকে খাবার পরিবেশন করতে পারে।
গুয়াহাটি : আজ থেকেই শুরু অম্বুবাচী মেলা (Ambubachi Mela)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসমের কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple) জমায়েত ভক্তদের। এদিকে এই উপলক্ষে মন্দিরের প্রধান দরজা আগামী তিন দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন কামাখ্যার প্রধান পুরোহিত কোবিন্দ্র প্রসাদ শর্মা।
কবে কবে বন্ধ মন্দিরের দরজা ?
সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, "মেলার Pravritti পালিত হবে ২২ জুন রাতে ৮টা ১৫ মিনিট নাগাদ। এই দিন থেকেই মন্দিরের মূল দরজা বন্ধ থাকবে। মন্দিরের মূল দরজা বন্ধ থাকবে আগামী ২৩, ২৪ ও ২৫ জুন। শুধুমাত্র আচার অনুষ্ঠানই পালিত হবে। ২৬ জুন থেকে আবার মন্দিরের দরজা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। করোনার কারণে গত দুই বছর ধরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়নি। "
আরও পড়ুন ; ২ বছর পর ফিরল অম্বুবাচী মেলা, যোগ দিতে পারেন ১০ লক্ষ পুণ্যার্থী
মেলা উপলক্ষে একাধিক গাইডলাইন-
এদিকে মেলা উপলক্ষে গাইডলাইন জারি করেছে কামরূপ মেট্রোপলিটন জেলা প্রশাসন। এক বিবৃতিতে জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, প্রধান দরজা-সহ অন্য যে কোনও জায়গায় খাবার বিতরণ বন্ধ থাকবে। তবে, জেলা প্রশাসনের অনুমোদপ্রাপ্ত সংস্থা গাইডলাইন মেনে নির্দিষ্ট ক্যাম্প থেকে খাবার পরিবেশন করতে পারে। শুধুমাত্র পানীয় জল পাওয়া যাবে।
জরুরি পরিষেবার সঙ্গে জড়িত গাড়ি এবং কিছু স্থানীয়কে অনুমতি দেওয়া হবে।
ডি জি রোড, এম জি রোড এবং টি আর ফুকান রোডে কোনও আন্তঃজেলা, লম্বা রুটের বাস চলাফেরা করতে পারবে না।
প্রসঙ্গত, গত সপ্তাহেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুণ্যার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, এবার যেন তাঁরা অম্বুবাচী মেলায় না যোগ দেন। কারণ, অসমের বন্যা এবং ধস। বন্যার কারণে অসমের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। এপ্রসঙ্গ মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, ধসের সম্ভাবনা রয়েছে। মেলার দিনগুলিতে যদি বৃষ্টি হয়, তাহলে তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
যদিও আজ ট্যুইটারে মুখ্যমন্ত্রীর তরফে লেখা হয়, আজ থেকে অম্বুবাচী মেলা শুরু হচ্ছে। মা কামাখ্যার কাছে প্রার্থনা জানাই, সকলেই সুস্থ, সুখে ও সমৃদ্ধিতে থাকুক। সমস্ত অশুভ জিনিসের দূরীকরণে আমাদের সাহায্য করুন।