Bank Holidays in August 2021: অগাস্ট মাসে ব্যাঙ্কে বাম্পার ছুটি, দেখে নিন তালিকা
যদি আপনার ব্যাঙ্কে কোনও কাজ করার থাকে, তাহলে পরের মাসের জন্য ফেলে না রেখে এমাসেই তা সেরে ফেলুন...
কলকাতা: যদি আপনার ব্যাঙ্কে কোনও কাজ করার থাকে, তাহলে পরের মাসের জন্য ফেলে না রেখে এমাসেই তা সেরে ফেলুন। কারণ, অগাস্ট মাসে ব্যাঙ্কে বাম্পার ছুটি রয়েছে। হতে পারে, আপনার কাজ ছুটির জন্য থমকে গেল।
এমনিতে এখন বড় শহরগুলিতে মানুষ ইন্টারনেট ব্যাঙ্কি বেশি করে থাকে। অর্থাৎ, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজেই অপারেট করবেন। কিন্তু, তা সত্ত্বেও, অনেকেই আছেন, যাঁরা এই নেট ব্যাঙ্কিং থেকে মাইল দূরে থাকেন।
যদি সামনের মাসে আপনাকে ব্যাঙ্কে যেতেই হয়, তাহলে অন্তত এই খবর পড়ে নিন। কারণ, এমন যেন না হয় যে, আপনি ব্যাঙ্কে গিয়ে দেখলেন গেটে তালা ঝুলছে।
আজ এখানে আমরা জানাব যে, অগাস্ট মাসে ব্যাঙ্ক কতদিন বন্ধ থাকবে। প্রথমে এটা তো বলে দেওয়া যাক, যে ব্যাঙ্ক প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে।
এছাড়া, বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব ও সমারোহর জন্য সেই সংশ্লিষ্ট রাজ্যে ব্য়াঙ্ক বন্ধ থাকবে।
১ অগাস্ট - রবিবার।
৮ অগাস্ট - রবিবার।
১৩ অগাস্ট - প্যাট্রিয়ট ডে। ইম্ফল জোনে ব্যাঙ্ক বন্ধ।
১৪ অগাস্ট - দ্বিতীয় শনিবার।
১৫ অগাস্ট - রবিবার তথা স্বাধীনতা দিবস।
১৬ অগাস্ট - পারসী দিবস উপলক্ষে মহারাষ্ট্রের বেলাপুর, মুম্বই ও নাগপুর জোনে ব্যাঙ্ক বন্ধ।
১৯ অগাস্ট - মোহরম উপলক্ষে আগরতলা, আমদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পটনা, রায়পুর, রাঁচি ও শ্রীনগর জোনে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২০ অগাস্ট - মোহরম তথা প্রথম ওনামের জন্য বেঙ্গালুরু, চেন্নাই, কোচি ও কেরল জোনে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২১ অগাস্ট - তিরুবোরম উপলক্ষে কোচি ও কেরল জোনে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২২ অগাস্ট - রবিবার তথা রাখী পূর্ণিমার ছুটি।
২৩ অগাস্ট - শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে কোচি ও কেরল জোনে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৮ অগাস্ট - চতুর্থ শনিবার।
২৯ অগাস্ট - রবিবার।
৩০ অগাস্ট - জন্মাষ্টমীর ছুটি।
৩১ অগাস্ট - কৃষ্ণ অষ্টমী উপলক্ষে হায়দরাবাদে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
অর্থাৎ, অগাস্ট মাসে ১৯-২৩ তারিখ, এই পাঁচদিন দেশের বিভিন্ন জায়গায় টানা বন্ধ থাকছে ব্যাঙ্ক।