Bank Holidays November: ১৫ দিনে ৬দিন ব্যাঙ্ক বন্ধ, আপনার এলাকায় খবর কী ?
Bank Holidays November: রিজার্ভ ব্যাঙ্কের ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বরে ১১ দিন ছুটি থাকার কথা ব্যাঙ্কগুলিতে। এছাড়াও থাকবে সপ্তাহ শেষের ছুটিগুলি।
নয়াদিল্লি: নভেম্বরের প্রথমার্ধে ১১ দিন ছুটি ছিল দেশের ব্যাঙ্কিং সেক্টরে। দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজোর মতো উৎসব থাকায় বন্ধ ছিল ব্যাঙ্কগুলি। ছুটির তালিকা বলছে, আগামী ১৫ দিনে আবারও ৬দিন বন্ধ থাকবে এই আর্থিক প্রতিষ্ঠান।
Reserve Bank of India Bank Holiday List:
রিজার্ভ ব্যাঙ্কের ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বরে ১১ দিন ছুটি থাকার কথা ব্যাঙ্কগুলিতে। এছাড়াও থাকবে সপ্তাহ শেষের ছুটিগুলি।সেই অনুযায়ী সব রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পাবেন ব্যাঙ্কের কর্মীরা। নিয়ম মেনে প্রথম ও তৃতীয় শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই ছুটির তালিকা তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। রাজ্য ভিত্তিক উৎসব, ধর্মীয় ছুটির দিন ও উৎসব উদযাপনের দিন দেখে ছুটির তালিকা তৈরি করে রিজার্ভ ব্যাঙ্ক।‘Holiday under Negotiable Instruments Act’-এর অধীনেই এই ছুটি ঘোষণা হয়ে থাকে।
Bank Holidays November:
November 19: গুরুনানক জয়ন্তী/কার্তিক পূর্ণিমা - আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেহরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা, শীনগর।
November22: কনকদাস জয়ন্তী - বেঙ্গালুরু
November 23 : সেং কুটস্নেম - শিলং
বিভিন্ন রাজ্যভিত্তিক ছুটি ছাড়াও। ব্যাঙ্কগুলো সপ্তাহান্তের কিছু দিনে বন্ধ থাকবে। এগুলো নিচে উল্লেখ করা হল
November 21: রবিবার
November 27: মাসের চতুর্থ শনিবার
November28: রবিবার
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। সেগুলি হল, 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। তবে দেশের সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে।
আরও পড়ুন : SBI Pensioners Update: ভিডিয়ো কলে জমা দেওয়া যাবে Life Certificate, সহজ কয়েক ধাপে পাবেন সমাধান
আরও পড়ুন : SBI Update: ডেবিট কার্ড ছাড়াই SBI এটিএম-এ তুলতে পারবেন টাকা , জেনে নিন উপায়