Gautam Gambhir : ৪ দিনের ব্যবধানে ৩ বার, ফের হুমকি চিঠি পেলেন গৌতম গম্ভীর
BJP MP and former Indian cricketer Gautam Gambhir : এর আগে গত বুধবার দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। তিনি অভিযোগ জানিয়েছিলেন, তাঁকে আইএসআইএস কাশ্মীর নামে সংগঠন হুমকি মেল পাঠিয়েছে
নয়া দিল্লি : ফের হুমকি চিঠি পেলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। রবিবার ‘ISIS Kashmir’- এর কাছ থেকে তিনি হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ। একথা জানান দিল্লি পুলিশের আধিকারিকরা।
এই নিয়ে গম্ভীর টানা তিন বার হুমকি পেলেন। এর দিন চারেক আগেই কয়েক ঘণ্টায় ব্যবধানে ওই জঙ্গি সংগঠন বিজেপি সাংসদকে হুমকি চিঠি পাঠিয়েছিল বলে অভিযোগ। সংবাদ সংস্থা এএনআই ট্যুইটারে জানিয়েছে, রবিবার গম্ভীরকে যে হুমকি চিঠি পাঠানো হয়েছে সেই সংক্রান্ত মেল দিল্লি পুলিশকেও উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বুধবারই দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। তিনি অভিযোগ জানিয়েছিলেন, তাঁকে আইএসআইএস কাশ্মীর নামে একটি সংগঠন হুমকি মেল পাঠিয়েছে। তিনি পুলিশের কাছে এফআইআর দায়ের করার আর্জি জানান। এর পাশাপাশি তাঁকে যাতে যথাযথ সুরক্ষা দেওয়া হয়, সেই আবেদনও জানান। এর পরই সাংসদের দিল্লির বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। শুরু হয় তদন্ত।
এক চিঠিতে গম্ভীর দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার শ্বেতা চৌহানকে জানান, হুমকি মেলে লেখা রয়েছে, "আমরা তোমাকে এবং তোমার পরিবারকে হত্যা করতে চলেছি।" প্রথম মেল পাওয়ার কয়েক ঘণ্টা পর গম্ভীর দাবি করেন, তিনি আরও একটি হুমকি মেল পেয়েছেন। তাতে তাঁর বাড়ির বাইরে তোলা একটি ভিডিও ফুটেজও জুড়ে দেওয়া হয়েছে।
দ্বিতীয় মেলে জঙ্গি সংগঠনের তরফে লেখা হয়, "আমরা আপনাকে খুন করতে চেয়েছিলাম। কিন্তু, গতকাল আপনি প্রাণে বেঁচে গেছেন। যদি নিজের পরিবারের জীবন ভালবেসে থাকেন, তাহলে রাজনীতি ও কাশ্মীর ইস্যু থেকে দূরে সরে থাকুন। "
এরপরই গম্ভীরের বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। দিল্লি পুলিশের সিনিয়র আধিকারিকরা গম্ভীরের অভিযোগের কথা স্পেশাল সেলের সাইবার সেলকে জানায়। যাতে করে মেলের উৎস সম্পর্কে জানা যায়। এই ঘটনার দিল্লির রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।