(Source: ECI/ABP News/ABP Majha)
Coonoor Crash Video: উদ্ধার হল ব্ল্যাক বক্স, পর্যটকদের ভিডিওয় প্রকাশ্যে 'কুয়াশার চাদরে CDS-এর কপ্টার পাক খাওয়ার ছবি'
CDS Chopper Crash Video : বৃহস্পতিবার সকাল ১০টা তেও ওই স্থানে ঘট কুয়াশা দেখা গেল। তাই অনেকেরই মনে প্রশ্ন এমন আবহাওয়ায় হেলিকপ্টার নিয়ে বেরনোই কি ভুল সিদ্ধান্ত হল ?
কুন্নুর : গতকাল বেলা ১২টার কিছু পরে কুন্নুরে ভেঙে পড়ে জেনারেল রাওয়াতের এমআই সেভেন্টিন ভি ফাইভ কপ্টার। ভেঙে পড়ার পর ধ্বংস হয়ে যাওয়া কপ্টারের ছবি দেখে শিউরে উঠেছেন অনেকেই। তারপরেই প্রশ্ন ওঠে, ভারতীয় বায়ুসেনার সবচাইতে নির্ভরযোগ্য ও নবীনতম সদস্য M17-v5 হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল কীভাবে? হাজার মিটার উচ্চতাই হোক বা নিশ্চিদ্র রাতে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য এলিট বাহিনীকে সীমান্তের কাছাকাছি পৌঁছে দেওয়া সমস্ত রকম প্রতিকূলতা সত্বেও উড়তে সক্ষম বায়ুসেনার এই বিশেষ হেলিকপ্টার।
- কীভাবে ঘটে গেল এই দুর্ঘটনা?
- খারাপ আবহাওয়াই কি দুর্ঘটনার কারণ?
- না কি কপ্টারে টেকনিক্যাল কিংবা মেকানিক্যাল ত্রুটি দেখা গিয়েছিল?
- কোনও কিছুর সঙ্গে কি ধাক্কা খেয়েছিল কপ্টার?
আরও খবর :রাজপরিবারের মেয়ে ছিলেন মধুলিকা রাওয়াত, শোকের ছায়া মধ্যপ্রদেশের সোহাগপুরে
অবশেষে, স্থানীয় পর্যটকের তোলা কয়েক সেকেন্ডের এই ভিডিও সামনে এল। তাতে রাওয়াতের কপ্টার দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয় পর্যটকদের। দেখা যাচ্ছে, আকাশে ঘন কুয়াশা। তার মধ্যে পাক খাচ্ছে কপ্টার। মেঘের ফাঁকে তা হারিয়ে যাচ্ছে ঘনঘন। তাহলে কি খারাপ আবহাওয়াই এই দুর্ঘটনার কারণ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা তেও ওই স্থানে ঘট কুয়াশা দেখা গেল। তাই অনেকেরই মনে প্রশ্ন এমন আবহাওয়ায় হেলিকপ্টার নিয়ে বেরনোই কি ভুল সিদ্ধান্ত হল ? নাকি কোনও যান্ত্রিক ত্রুটি ছিল ? তা জানতে খোঁজ চলছিল ব্ল্যাক বক্সের। সূত্রের খবর, পাওয়া গিয়েছে ব্ল্যাক বক্সটিও।
তামিলনাড়ু ও কর্ণাটক সীমানায় নীলগিরি পাহাড়ে গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বায়ুসেনার MI-17 কপ্টার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আছড়ে পড়ার আগেই তাতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে বায়ুসেনার অত্যাধুনিক কপ্টার। মাটি থেকে প্রায় ২০ ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল আগুনের শিখা। দুর্ঘটনার কারণ জানতে খোঁজ চলছিল ব্ল্যাক বক্সের।