Parliament News: ৩ বাহিনীতে ১ লক্ষ ৩৫ হাজারেরও বেশি নিয়োগ বাকি, রাজ্যসভায় জানাল কেন্দ্র
Centre Claims Vacancy: 'অগ্নিপথ' বিতর্ক পুরোপুরি মেটেনি। তার মধ্যেই কেন্দ্র জানাল, তিন বাহিনী মিলিয়ে মোট ১ লক্ষ ৩৫ হাজার ৭৮৪ জন নিরাপত্তাকর্মীর অভাব রয়েছে ।
নয়াদিল্লি: 'অগ্নিপথ' (agnipath) বিতর্ক (controversy) পুরোপুরি মেটেনি। তার মধ্যেই কেন্দ্র জানাল, তিন বাহিনী (armed forces) মিলিয়ে মোট ১ লক্ষ ৩৫ হাজার ৭৮৪ জন নিরাপত্তাকর্মীর অভাব রয়েছে (vacancy)। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ সেনাবাহিনীতে, রাজ্যসভায় (rajya sabha) লিখিত আকারে দাবি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী (minister of state for defence) অজয় ভাটের।
কী বলছে কেন্দ্র?
সরকারি তথ্য অনুযায়ী, দেশের সেনাবাহিনীতে শূন্যপদের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৪৬৪। সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সেনা, নৌসেনা এবং বায়ুসেনায় যথাক্রমে গড়ে বার্ষিক ৬০ হাজার, ৫ হাজার ৩৩২ এবং ৫ হাজার ৭২৩ জন নিয়োগ করা হয়।
কীসে বিতর্ক?
তিন বাহিনীতে ফি বছর গড়ে ৪৬ হাজার জনকে নিয়োগ করা হবে, এমনই আশ্বাস দিয়ে 'অগ্নিপথ' প্রকল্পের কথা বলেছিল কেন্দ্র। কিন্তু তার বিরুদ্ধে দেশের নানা প্রান্তে মাথাচাড়া দেয় বিক্ষোভ। মাত্র চার বছর মেয়াদের সার্ভিস কেন? এই নিয়ে উত্তেজনা বাড়ে। সার্ভিসের মেয়াদ শেষ হলে যাঁদের নিয়োগ পাকা হবে না, তাঁরা কী করবেন তা নিয়েও সংশয় দানা বাঁধে। সেই সময়ের জন্য নানা প্রতিশ্রুতির বাণী শুনিয়েছিল কেন্দ্র। একাধিক রাজ্য সরকারের তরফেও 'অগ্নিবীর'দের ভবিষ্যৎ নিয়ে আশ্বাস আসে। কিন্তু বিতর্ক মেটেনি। বিক্ষোভকারীদের অন্যতম অভিযোগ ছিল, গত দুবছর ধরে সেনাবাহিনীতে কোনও নিয়োগ হয়নি। বাস্তবে ছবিটা কী, এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রতিরক্ষা প্রতিমন্ত্রীকে। এক শব্দে তাঁর জবাব ছিল, 'না।' জানতে চাওয়া হয়েছিল, 'অগ্নিপথ' প্রকল্পের আওতায় প্রতি বছর যত সংখ্যক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে, তার তুলনায় এই গড় নিয়োগের পরিসংখ্যান বেশি কিনা। প্রতিমন্ত্রী প্রশ্নটির উত্তর এড়িয়ে যান।
এদিকে সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনে অগ্নিপথ-সহ একাধিক ইস্যুতে সুর চড়াতে পারেন বিরোধীরা। তার মধ্যেই আবার এমন দাবি কেন্দ্রের। এর পর কী হবে? উত্তর নেই। তবে উত্তেজনা বাড়তে পারে, আশঙ্কা এমনই।
আরও পড়ুন:আরও কড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা, আলাদা গেট ছাড়া আর কী কী ব্যবস্থা