21 July TMC : আরও কড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা, আলাদা গেট ছাড়া আর কী কী ব্যবস্থা
Mamata Banerjee : বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। আর তাই আরও কড়া হচ্ছে নিরাপত্তা।
![21 July TMC : আরও কড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা, আলাদা গেট ছাড়া আর কী কী ব্যবস্থা TMC 21 July Martyr's Day Rally, Tighter Security in Kolkata for CM Mamata Banerjee 21 July TMC : আরও কড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা, আলাদা গেট ছাড়া আর কী কী ব্যবস্থা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/19/59dd5ebc4e4e5ff1c9f4ad1ab0764ed31658205104_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে, কলকাতা : করোনার ( Coronavirus ) জেরে ২০২০-র পর, ২১-এও ভার্চুয়ালি হয়েছে তৃণমূলের ২১ জুলাই কর্মসূচি। ২ বছর পর এবার ফের, আগের মতো পালিত হবে তৃণমূলের ( TMC ) মেগা ইভেন্ট!
বৃহস্পতিবার, ২১ জুলাই। মাঝে আর মাত্র ১ দিন। তাই তৃণমূলের তৎপরতাও তুঙ্গে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কালীঘাটের ( Kalighat ) বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে রড নিয়ে, সাত ঘণ্টা ঘাপটি মেরে বসে থাকার পর, অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা!
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশে জন্য আলাদা গেট
পুলিশ সূত্রে খবর, সেই ঘটনাকে মাথায় রেখেই এবার ধর্মতলায় ২১ জুলাইয়ের ( 21 July ) মঞ্চে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশে জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। দলের সবচেয়ে বড় অনুষ্ঠানে যোগ দিতে, সারা রাজ্য থেকে কলকাতায় আসেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের জন্য সল্টলেকের সেন্ট্রাল পার্ক ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়।
সোমবার সেই প্রস্তুতি দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে এসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অন্তত ২০ হাজার জনের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। কালীঘাটের বাড়ি থেকে আলিপুরের যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় সভামঞ্চে যাবে, ২১ জুলাই উপলক্ষে সেই রাস্তার দু’ধারও সাজানো হয়েছে।
ওয়ান ওয়ে কোন কোন রাস্তায়
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ। সেগুলি হল,
- উত্তর থেকে দক্ষিণ আমহার্স্ট স্ট্রিট
- কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর বিধান সরণি
- দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট
- উত্তর থেকে দক্ষিণ ব্রেবোর্ন রোড
- হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড
- পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট
- দক্ষিণ থেকে উত্তর বেন্টিঙ্ক স্ট্রিট
- পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড
- বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর রবীন্দ্র সরণি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)