Ghulam Nabi Azad Resigns: ফের কংগ্রেসে ধাক্কা, দলত্যাগ গুলাম নবি আজাদের
Indian National Congress: দলের সর্বস্তর থেকে পদত্য়াগ করলেন তিনি। এমনকী দলের প্রাথমিক সদস্যপদও ছাড়লেন গুলাম নবি আজাদ।
নয়াদিল্লি: কংগ্রেসে ফের বড় ধাক্কা। এবার দল ছাড়লেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। দলের সর্বস্তর থেকে পদত্য়াগ করলেন তিনি। এমনকী দলের প্রাথমিক সদস্যপদও ছাড়লেন গুলাম নবি আজাদ। শুক্রবার পদত্য়াগের ঘোষণা করেন তিনি। সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর, ইস্তফাপত্রে গুলাম নবি আজাদ লিখেছেন, অত্যন্ত ভারী হৃদয়ে তিনি কংগ্রেসের সঙ্গে ৫০ বছরের সম্পর্ক ছিন্ন করলেন।
কেন দলত্যাগ:
সূত্রের খবর, ইস্তফাপত্রে গুলাম নবি আজাদ অভিযোগ করেছেন, দলে প্রবীণদের মর্যাদা দেওয়া হচ্ছিল না। নবীনদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল। রাহুল গান্ধীর নেতৃত্ব যে তিনি মেনে নিতে পারছিলেন না, তা চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন গুলাম নবি আজাদ। এর আগে গুলাম নবি আজাদ জম্মু ও কাশ্মীর কংগ্রেসের (Indian National Congress) রাজনৈতিক বিষয়ক কমিটি এবং প্রচার কমিটির চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছিলেন।
গুলামের ক্ষোভ:
কংগ্রেসের বর্তমান পরিস্থিতির জন্য কার্যত রাহুল গাঁধীকেই (Rahul Gandhi) নিশানা করেছেন গুলাম নবি আজাদ। সনিয়া গাঁধীকে (Sonia Gandhi) তিনি যে চিঠি দিয়েছেন, তাতে তিনি অভিযোগ করেছেন, 'রাহুল গাঁধী রাজনীতিতে আসার পর থেকে, বিশেষ করে ২০১৩ সালের জানুয়ারি মাসের পরে আপনি যখন রাহুলকে কংগ্রেসের সহা সভাপতির পদে বসিয়েছেন তার পর থেকেই কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যবস্থা ধ্বংস করেছেন উনি। সব বরিষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের বসিয়ে দেওয়া হয়েছে।' তাঁর অভিযোগ, রাহুল প্রবীণ নেতাদের অসম্মান করতেন। কংগ্রসের জি ২৩ গোষ্ঠীর নেতারা দলে সংস্কার চেয়ে চিঠি দেওয়ার পর কপিল সিব্বলের (Kapil Sibal) বাড়িতে হামলা হয়েছিল, তাঁকেও অসম্মান করা হয়েছিল বলে অভিযোগ করেছেন রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা। সেইসঙ্গে তাঁর অভিযোগ, এখন রাহুলের নিরাপত্তারক্ষীরা দল চালান। ইউপিএ আমলের মতো রিপোট কন্ট্রোলে কংগ্রেস চালানো হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
Congress leader Ghulam Nabi Azad severs all ties with Congress Party pic.twitter.com/RuVvRqGSj5
— ANI (@ANI) August 26, 2022
কংগ্রেসের প্রতিক্রিয়া:
গুলাম নবি আজাদের কংগ্রেস ত্যাগ দুঃখজনক। সাধারণ মানুষের দাবি নিয়ে লড়তেন গুলাম নবি। বর্ষীয়ান নেতার কংগ্রেস ত্যাগ নিয়ে প্রতিক্রিয়া কংগ্রেসের তরফে।
আরও পড়ুন: মিডিয়া ট্রায়াল নয়, সত্য সামনে আনুন, আমার বিরুদ্ধে গেলেও কিছু আসে যায় না : মুখ্যমন্ত্রী