Bangladesh News: উত্তাল বাংলাদেশ, ইসকনের সন্ন্যাসীর উপর হামলা
Bangladesh: দ্বিপাক্ষিক বৈঠকে সম্প্রীতির দাবি করলেও বাংলাদেশের যুদ্ধজিগির অব্যাহত । আজ আগরতলা অভিযানের ডাক খালেদা জিয়ার দলের ৩টি সংগঠন । ঢাকার নয়া পল্টন থেকে আগরতলার কাছে ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত মিছিল করবে BNP-র তিন সংগঠন । মিছিল করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল । আগরতলায় বাংলাদেশের কনস্য়ুলেটের কাজ আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইউনূস সরকার ।অভিযান ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে ত্রিপুরা পুলিশ । আগরতলা চেকপোস্ট সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ, BSF ও CRPF। দ্বিপাক্ষিক বৈঠকে সম্প্রীতির দাবি বাংলাদেশের। তাও টার্গেট হিনদুরা। ঢাকায় ইসকন সদস্যের উপর হামলা। ইউনূস সরকারের প্রেস সচিবের দেওয়া সাম্প্রতিক তথ্যে বড় চমক । সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে, মানল বাংলাদেশ সরকার । 'এই সব ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে, ৮৮টি মামলা দায়ের হয়েছে' । হিন্দু ভয়েস এক্স হ্যান্ডল পোস্টে প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের উল্লেখ । যদিও এই সমস্ত হিংসার মামলা গত অক্টোবর পর্যন্ত বলে জানিয়েছেন প্রেস সচিব । নভেম্বর জুড়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাসের কোনও হিসাব নেই ইউনূস সরকারের কাছে!