(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi Covid19 Meet: আজ প্রধানমন্ত্রীর করোনা-বৈঠকে কী সিদ্ধান্ত হল ?
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আবহে বেশ কয়েকটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনিবার পঞ্চম দফা ভোটের দিন বাংলায় এসেছিলেন মোদি । এই নিয়ে বিরোধীরা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি ।
নয়াদিল্লি : দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ রাত আটটায় ভিডিও কনফারেন্সিংয়ের মারফত এই বৈঠক শুরু হয় । দেশে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয় । সেই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিনেশনের বিষয়েও আলোচনা হয় ।
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আবহে বেশ কয়েকটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনিবার পঞ্চম দফা ভোটের দিন বাংলায় এসেছিলেন মোদি । এই নিয়ে বিরোধীরা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি । শনিবার মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান এই কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথনই হয়নি ।
এই নিয়ে গত দুই দিনে দুবার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী । শুক্রবার তিনি কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আলোচনা হয় সংকটজনক পরিস্থিতিতে কীভাবে অক্সিজেন চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা যাবে। বিশেষত সংকটজনক রোগীদের ক্ষেত্রে করোনা চিকিৎসায় অক্সিজেন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ । যে হারে পরিস্থিতি জটিল হচ্ছে তাতে অক্সিজেনের ঘাটতি হচ্ছে বিভিন্ন হাসপাতালে । গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন।
গত ১১ এপ্রিল থেকে প্রায় প্রতিদিনই দেশে নতুন করে দৈনিক করোনায় সংক্রমিত হচ্ছেন দেড় লাখেরও বেশি মানুষ । এই নিয়ে পরপর তিনদিন দৈনিক ২ লাখেরও বেশি করোনা সংক্রমনের ঘটনা ঘটল। গত ৭ এপ্রিল থেকে প্রতিদিনই ১ লাখের বেশি মানুষ নতুন করে করোনা সংক্রমিত হচ্ছেন।
ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ সারা দেশকে নাড়িয়ে দিয়েছে বিভিন্ন রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো কে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কোভিড ১৯ এর দ্বিতীয় ওয়েভ । হসপিটালের বেড ভর্তি । কোথাও কোথাও সরকারি হাসপাতালের বেড অমিল । রোগী সামলাতে কার্যত নাজেহাল চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
রাজধানী দিল্লিতে ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস । গত ২৪ ঘন্টায় ২৪000 নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।