Covid-19 in India : দেশে ৪ মাসের মধ্যে সর্বাধিক সংক্রমণ গত ২৪ ঘণ্টায়
Corona Virus : দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্ত ৮৮,২৮৪। গতকালের থেকে ৪ হাজার ২৯৪ বেশি।
নয়া দিল্লি : নতুন করে সংক্রমণ (Infection) বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় করোনা (Corona) আক্রান্ত ১৭ হাজার ৩৩৬ জন। গত ২০ ফেব্রুয়ারির পর যা সর্বাধিক। গতকালের থেকে সংক্রমণের হার প্রায় ৩০ শতাংশ বেশি। এছাড়া এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। । এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৫,২৪,৯৫৪।
দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্ত ৮৮,২৮৪। গতকালের থেকে ৪ হাজার ২৯৪ বেশি।
#Unite2FightCorona
➡️ 17,336 New Cases reported in last 24 hours. pic.twitter.com/baI4dtAwk5
">
আরও পড়ুন ; দেশে উদ্বেগ বাড়াচ্ছে করোনা, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ১৩,৩১৩ জন
গতকালের পরিসংখ্যান-
ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৩ হাজার ৩১৩ জন।
তার আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ২৪৯।
বৃহস্পতিবার দেশে করোনায় মৃত্যু হয় ৩৮ জনের। তার আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ১৩।
এদিকে রাজ্যেও বাড়ছে সংক্রমণের হার। বুধবার সংখ্যাটা ছিল ২৯৫, বৃহস্পতিবার তা বেড়ে হয় ৭৪৫। অর্থাত্ একদিনে করোনা আক্রান্ত একলাফে বেড়েছে ৪৫০!
রাজ্যে ভয়ঙ্করভাবে বাড়ছে করোনা। রাজ্য সরকারের বৃহস্পতিবারের হেল্থ বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন।
বুধবার দৈনিক আক্রান্তের সংখাটা ছিল, ২৯৫। অর্থাত্, একদিনে ১৫২শতাংশ বেড়েছে সংক্রমণ। রাজ্যে সংক্রমণে শীর্ষে, কলকাতায়। শহরে একদিনে আক্রান্ত হন ৪৩১ জন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে দুই ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৬৫। দক্ষিণে, ৪৪ জন। সংক্রমণ বাড়ছে হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। বুধবার করোনায় রাজ্যে দু’জনের মৃত্যু হয়।
তবে আশার কথা, বৃহস্পতিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে কারও প্রাণহানি হয়নি।