এক্সপ্লোর
Salman Khan: টানা ২ ঘণ্টাও ঘুম হয় না, তারপরও চাঙ্গা থাকেন কী করে, খোলসা করলেন সলমন
Bollywood Updates: কেমন জীবন যাপন সলমনের? খোলসা করলেন নিজেই।

-ফাইল চিত্র।
1/10

পর্যাপ্ত ঘুম না হলে বিগড়ে যায় মেজাজ। ভণ্ডুল হয়ে যায় সারাদিনের কাজকর্ম। তাই সাধারণ মানুষ তো বটেই, তারকারাও ঘুম নিয়ে যত্নশীল।
2/10

কিন্তু এ ব্যাপারে তিনি ব্যতিক্রম বলে জানালেন অভিনেতা সলমন খান। সলমন জানিয়েছেন, সাকুল্যে ৫ ঘণ্টাও ঘুমান না তিনি।
3/10

ভাইপো আরহানের পডকাস্টে এই খোলসা করেছেন সলমন। জানিয়েছেন, সাধারণত কয়েক ঘণ্টাই ঘুমান তিনি। ৭-৮ ঘণ্টা ঘুম হয়ত মাসে একদিনই হয়।
4/10

সলমন বলেন, “শ্যুটিংয়ের মাঝে কয়েক মিনিটের জন্য হলেও ঘুমিয়ে পড়ি আমি। কিছু করার না থাকলেই ঘুমাই আমি।”
5/10

সলমন জানিয়েছেন, যখন জেলে ছিলেন, প্রচুর ঘুমাতেন। সেখানে কিছু করার ছিল না তাঁর। পরিবার-পরিজনরা ছিলেন না। তাই ঘুমিয়েই সময় কাটাতেন। এখন মাঝ আকাশে বিমানে ঝাঁকুনি হলেও ঘুমান তিনি। কারণ তখনও কিছু করার থাকে না।
6/10

সলমন জানিয়েছেন, কখনও কখনও দু’ঘণ্টারও কম ঘুম হয় তাঁর। কিছু করার না থাকলেই একমাত্র ঘুম পায় তাঁর।
7/10

বলিউড তথা দেশের অন্যতম বড় সুপারস্টার সলমন। কিন্তু সাফল্যের কৃতিত্ব তাঁর একার নন বলে মানেন। সলমনের কথায়, “ব্যর্থতার পুরো দায় নিজের। কিন্তু সাফল্যের কৃতিত্ব কখনও একার হয় না। এমনটা মাথায় ঢুকে গেলে, সব ঘেঁটে যাবে।”
8/10

বর্তমান প্রজন্মের মধ্যে উৎসাহ কম বলেও মনে করেন সলমন। তাঁর কথায়, “আমরা যখন খেলতাম, হাঁফ ধরে যেত। শরীর অবসন্ন হয়ে পড়ত। কিন্তু মুখে চওড়া হাসি লেগে থাকত। আবারও খেলতে যেতে মন চাইত। আজকাল উৎসাহের চেয়ে আত্মতুষ্টি বেশি। কিন্তু উৎসাহ হারালে চলবে না।”
9/10

সলমনের কথায়, উৎসাহ যদি চলে যায়, এমনিতেই বার্ধক্য ভর করে। নিজেই নিজেকে বার্ধক্যের দিকে এগিয়ে দিই আমরা, যা কখনও হওয়া উচিত নয়।
10/10

সলমনের মতে, ক্লান্তি আসবেই। কিন্তু আবারও উঠে দাঁড়াতে হবে। ঘুম হবে না। তার জন্য পরিশ্রম প্রয়োজন। শরীর ক্লান্ত হলে ঘুম আসবে।
Published at : 09 Feb 2025 07:33 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
