Coronavirus Cases India Today: করোনা পরিস্থিতি ভয়াবহ ! গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত সাড়ে তিন লক্ষের বেশি
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩,৫২,৯৯১ জন ৷ মৃত্যু হয়েছে ২৮১২ জনের ৷
নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লক্ষ পার করেছে সংক্রামিতের সংখ্যা ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত একদিনে ভারতে করোনা আক্রান্ত ৩,৫২,৯৯১ জন ৷ মৃত্যু হয়েছে ২৮১২ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,১৯,২৭২ জন ৷
India reports 3,52,991 new #COVID19 cases, 2812 deaths and 2,19,272 discharges in the last 24 hours, as per Union Health Ministry
— ANI (@ANI) April 26, 2021
Total cases: 1,73,13,163
Total recoveries: 1,43,04,382
Death toll: 1,95,123
Active cases: 28,13,658
Total vaccination: 14,19,11,223 pic.twitter.com/32V7eKf1UR
দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮,১৩,৬৫৮ জন ৷ পাশাপাশি এখনও পর্যন্ত ১৪,১৯,১১,২২৩ জনকে কোভিডের ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷
27,93,21,177 samples tested for #COVID19 up to 25th April, 2021. Of these 14,02,367 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/W8dD2vDQ9s
— ANI (@ANI) April 26, 2021
দেশে মোট মৃত্যুর সংখ্যাও ১ লক্ষ ৯৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ২৫.১৭ শতাংশ। অর্থাৎ যে সংখ্যক মানুষের পরীক্ষা হয়েছে, তাঁদের মধ্যে প্রতি ৪ জনে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণের সুনামি ভয়াবহ চেহারা নিচ্ছে। এবার দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে ১৬ হাজার ছুঁইছুঁই। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের।
শুধুমাত্র কলকাতাতেই সংক্রমণ প্রায় ছুঁয়ে ফেলেছে ৪ হাজারের গণ্ডি। একদিনে কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭৯ জন। মৃত্যু ১৮ জনের। কার্যত একই অবস্থা উত্তর ২৪ পরগণার। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৩ হাজার ১৪০ জনের। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৫ জন। এদিকে, করোনা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগণা ও হাওড়াতেও। দুই জেলাতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত যথাক্রমে ৯৮৬ ও ৮৮৯জন।