India Coronavirus Update: দেশে ফের এক লাফে অনেকটাই বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ, ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১,৫২৫
India Coronavirus Update: রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০৬।গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৮৪।
নয়াদিল্লি: ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে অনেকটাই বাড়ল করোনায় দৈনিক আক্রান্তর সংখ্যা। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ২৭ হাজার ৫৫৩ জন। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ৭৭৫।
রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০৬। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৮৪।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮৯ হাজার ১৩২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৭৭০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৯,২৪৯।এখনও পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৫৬১। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৮০১।
এখনও পর্যন্ত দেশের ২৩টি রাজ্যে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত ১ হাজার ৫২৫ জন।মহারাষ্ট্রে সবথেকে বেশি ৪৬০ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫১। অন্যদিকে, জম্মু কাশ্মীরে মাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ের ১৩ জন পড়ুয়া করোনা আক্রান্ত। তার জেরে বন্ধ করা হল বিশ্ববিদ্যালয়ের কাটরা ক্যাম্পাস।
দেশজুড়ে টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ১৪৫ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ২৫ লক্ষ ৭৫ হাজার ২২৫ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১৪৫ কোটি ৪৪ লক্ষ ১৩ হাজার ৫ টিকার ডোজ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। ৬ মাস পর দিল্লিতে ফের একদিনে ৩ হাজারের কাছে সংক্রমণ। মুম্বইতে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬ হাজারের বেশি। হরিয়ানার ৫ জেলায় মহামারী সতর্কতা জারি করা হয়েছে।